TRENDING:

Bangladeshi Arrested: প্রজাতন্ত্র দিবসের আগে ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল বাংলায়! আতঙ্ক সর্বত্র

Last Updated:

প্রজাতন্ত্র দিবসের আগে হঠাৎই আলিপুরদুয়ারে ধরা পড়ল ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী। তুঙ্গে জল্পনা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: অনুপ্রবেশ সমস্যা নিয়ে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলার রাজনীতি। কয়েক মাস অন্তর কোন‌ও না কোনও জেলা থেকে কয়েকজন করে বাংলাদেশি বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হয়। তা বলে একসঙ্গে ৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীর গ্রেফতার! এমনই চমকে দেওয়া ঘটনা ঘটল আলিপুরদুয়ারে।
৬ বাংলাদেশি ধৃত
৬ বাংলাদেশি ধৃত
advertisement

বৃহস্পতিবার আলিপুরদুয়ার রেলওয়ে জংশন স্টেশন থেকে গ্রেফতার হয় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জল আধার কার্ড। তাতে ঠিকানা হিসেবে আলিপুরদুয়ারেরই কালচিনি এলাকার কথা উল্লেখ করা ছিল। ধৃত ৬ জনের মধ্যে চারজন মহিলা ও দু'জন পুরুষ। ধৃতদের মধ্যে ৬ জন‌ই বয়সে যুবক।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মেঘালয় সংলগ্ন বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা আগরতলায় প্রবেশ করেছিল প্রথমে। সেখান থেকে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে বসেছিল। এরপর নিউ আলিপুরদুয়ার স্টেশনে নামে তারা। সেখান থেকে চলে আসে আলিপুরদুয়ার রেলওয়ে জংশন স্টেশনে।সেখানেই ওই ৬ জনকে ইতস্ততভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জওয়ানদের। তাদের জেরা করলে কথায় অসঙ্গতি পাওয়া যায়। এরপর‌ই গ্রেফতার করা হয় তাদের। তুলে দেওয়া হয় আলিপুরদুয়ার পুলিশের হাতে।

advertisement

আরও পড়ুন: বন্যপ্রাণীদের নিয়ে অবৈধ কারবারের রমরমা এই জেলায়! ধরাও পড়ছে একের পর এক দুষ্কৃতি

একসঙ্গে ৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার বিষয়টি নিয়ে চিন্তিত প্রশাসন। ধৃতদের সঙ্গে কোন সন্ত্রাসবাদী গোষ্ঠীর যোগ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কেন তারা এইভাবে অবৈধ পথে ভারতে ঢুকে ছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উল্লেখ্য বাংলাদেশ থেকে রোহিঙ্গা সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যরা ক্রমশ উত্তরবঙ্গের ছড়িয়ে পড়ছে বলে গোয়েন্দা রিপোর্ট এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রের গোয়েন্দারা এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তার মধ্যেই প্রজাতন্ত্র দিবসের আগে ৬ জন অল্পবয়সী বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনা চাঞ্চল্য ফেলে দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Bangladeshi Arrested: প্রজাতন্ত্র দিবসের আগে ৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল বাংলায়! আতঙ্ক সর্বত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল