Wildlife Crime: বন্যপ্রাণীদের নিয়ে অবৈধ কারবারের রমরমা এই জেলায়! ধরাও পড়ছে একের পর এক দুষ্কৃতি

Last Updated:

বন্যপ্রাণীদের নিয়ে একের পর এক কারবারের রমরমা দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে। তবে তৎপর আছে প্রশাসন‌ও

#দক্ষিণ ২৪ পরগনা: বন্যপ্রাণীদের নিয়ে অবৈধ কারবারের অভিযোগে দুটি পৃথক ঘটনায় দক্ষিণ ২৪ পরগনায় ধরা পড়ল চার দুষ্কৃতী। বন দফতরের গোপন অভিযানে দুই কচ্ছপ পাচারকারী ধরা পড়ে। তাদের থেকে উদ্ধার হয় ৯৮ টি কচ্ছপ। অন্যদিকে হরিণের চামড়া সহ ধরা পড়ে আর‌ও দুই দুষ্কৃতী। চারজনই ধরা পড়ে বারুইপুর এলাকায়।
বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এডিএফও অনুরাগ চৌধুরীর নেতৃত্বে বন দফতরের একটি দল সাদা পোশাকে অভিযান চালায়। দলটির কাছে আগে থেকেই খবর ছিল বারুইপুর-জয়নগর রোড দিয়ে স্কুটিতে করে কচ্ছপ পাচার হবে। সেই মত বন দফতরের দলটি ওত পেতে অপেক্ষা করতে থাকে। আর তাতেই পাওয়া যায় সাফল্য। গণেশ নস্কর ও সমরেশ নস্কর নামে দুই পাচারকারী বারুইপুর-জয়নগর রোডের সূর্যপুরে পৌঁছতেই তাদেরকে ঘিরে ধরেন বনকর্মীরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৯৭ টি ফ্ল্যাপসেল ও একটি সফ্টসেল প্রজাতির কচ্ছপ। জানা গিয়েছে ধৃতদের বাড়ি মগরাহাট এলাকায়। ওইদিন গভীর রাতেই দু'জনকে গ্রেফতার করে বারুইপুর থানায় আনা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি স্কুটি।
advertisement
advertisement
অন্যদিকে কুলতলিতে হরিণের চামড়া সহ গ্রেফতার হয় দু'জন। জানা গিয়েছে, সুন্দরবনের টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে একটি হরিণ ধরে ওই ধৃতরা। তাকে এলাকায় নিয়ে এসে মেরে চড়া দামে মাংস বিক্রি করে। গোপন সূত্রে খবর পায় কুলতলি থানার পুলিশ। এরপরই তারা হানা দিয়ে কুলতলির কৈখালী এলাকা থেকে সুন্দর নস্কর ও কানাই দাস নামে দু'জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় মৃত হরিণটির চামড়া।
advertisement
পরপর এই দুই ঘটনা বুঝিয়ে দিচ্ছে বন্যপ্রাণীদের নিয়ে মানুষের মধ্যে সচেতনতা এখনও অনেক কম। বিশেষজ্ঞদের মতে, পুলিশ-প্রশাসন দ্রুত তৎপর হয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে এটা ভালো বিষয়। তবে তাদের আরও তৎপর হতে হবে, যাতে অপরাধ সংগঠিত হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া যায়।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Wildlife Crime: বন্যপ্রাণীদের নিয়ে অবৈধ কারবারের রমরমা এই জেলায়! ধরাও পড়ছে একের পর এক দুষ্কৃতি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement