Swami Vivekananda's Birthday: জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিবেকানন্দর জন্মদিন ও জাতীয় যুব দিবস

Last Updated:

জলপাইগুড়ি জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দর জন্ম দিবস। সেই উপলক্ষে নানান অনুষ্ঠান হচ্ছে জেলাজুড়ে

বিবেকানন্দর জন্মদিন
বিবেকানন্দর জন্মদিন
#জলপাইগুড়ি: ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে যুব দিবস। সেইসঙ্গে বিবেকানন্দ অনুরাগীরা‌ও নানান জায়গায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছেন। এই উপলক্ষে বেলুড় মঠে বৃহস্পতিবার দিনভর নানান অনুষ্ঠান হচ্ছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের উদ্যোগেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এদিন সকালে সোনাউল্লা বিদ্যালয় থেকে স্বামী বিবেকানন্দর ১৬০ তম জন্মদিন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল সহ পুরসভার অন্যান্য কাউন্সিলররা। এই শোভাযাত্রায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিল। শোভাযাত্রায় বিবেকানন্দের ছবি সহ একটি ট্যাবলোও ছিল।
জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ ঘুরে এই শোভাযাত্রা রামকৃষ্ণ মিশন আশ্রমে এসে শেষ হয়। সেখানেই বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সকলে। এর আগে শোভাযাত্রা শুরুর সময় সোনাউল্লা বিদ্যালয়ের সামনেও বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছিল।
advertisement
advertisement
অন্যদিকে, জলপাইগুড়ির ২১ নম্বর ওয়ার্ডের শক্তিনগর অপূর্ব সংঘ পাঠাগার ও ক্লাবের উদ্যাগে স্বামী বিবেকনন্দের ১৬০ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকালে প্রভাতফেরীর পর স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করেন শিক্ষাবিদ উমেশ শর্মা। এখানে সকালেই একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবেকানন্দর পথ ও মতের কথা স্মরণ করা হয়। সেই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শিশু শিল্পী সঞ্চারী পাল। ক্লাবের পক্ষ থেকে এদিন সন্ধেয় বিবেকানন্দের মূর্তির সামনে এলাকার সকলকে নিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি রাখা হয়েছে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Swami Vivekananda's Birthday: জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিবেকানন্দর জন্মদিন ও জাতীয় যুব দিবস
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement