এক মাসের বেশি সময় হল প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে ঠিকই কিন্ত এখন ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বাজারে পুরোপুরি প্লাস্টিক ব্যবহার বন্ধ হয়নি। রাখি বন্ধনের দিন প্লাস্টিক নিয়ে জনগণকে সচেতন করার অভিনব উদ্যোগ গ্ৰহণ করল এই স্বেচ্ছাসেবী সংস্থা।
আরও পড়ুনঃ পুজোর আগেই বুকিং ফুল জলদাপাড়া সরকারি ট্যুরিস্ট লজে!
advertisement
ওপর দিকে অভিনব রাখিবন্ধন কর্মসূচি পালিত হল আলিপুরদুয়ারে শুধু ভাইয়ের হাতে রাখি পরিয়েই দায়িত্ব শেষ করেনি খুদে বোনেরা, সমাজের চারপাশে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজ সচেতনতার বার্তাও মানুষের সামনে তুলে ধরল তারা। ওম ফাউন্ডেশন নামে একটি এন জি ওর সহায়তায় এই অভিনব রাখি বন্ধন পালিত হল আলিপুরদুয়ারে।
আরও পড়ুনঃ নতুন জায়গায় হচ্ছে না বেচা কেনা! মাদারিহাটের জামতলা বাজারে ফিরছেন সবজি ব্যবসায়ীরা
আলিপুরদুয়ার নয় নম্বর ওয়ার্ডের কালজানি নদী সংলগ্ন বাঁধের রাস্তার ওপর দাঁড়িয়ে রাখি পূর্ণিমার দিন এই সামাজিক দায়িত্ব পালন করতে দেখা গেল জন্য পঞ্চাশ খুদে পড়ুয়া কে।পথ চলতি মানুষ কে রাখীপরিয়ে সচেতনতার বার্তা দেন তাদের।
Annanya Dey