TRENDING:

Alipurduar: পথ নিরাপত্তার বার্তা দিয়ে রাখি বন্ধন উৎসব পালন আলিপুরদুয়ারে

Last Updated:

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ‍্যোগে অভিনব রাখিবন্ধন কর্মসূচি পালিত হল আলিপুরদুয়ার জেলা জুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ‍্যোগে অভিনব রাখিবন্ধন কর্মসূচি পালিত হল আলিপুরদুয়ার জেলা জুড়ে।প্লাস্টিকের ক্যারি ব্যাগ ও অন্যান্য পরিবেশ দূষণকারি প্লাস্টিকের ব্যবহার বর্জনের আহবান রেখে আলিপুরদুয়ারে রাখীবন্ধন উৎসব পালন করলো শব্দ নামক স্বেচ্ছাসেবি সংস্থা। বৃহস্পতিবার রাখিবন্ধন উৎসব উপলক্ষে আলিপুরদুয়ার শব্দ স্বেচ্ছাসেবীসংস্থার পক্ষ থেকে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকানে গিয়ে প্রত্যেকের হাতে রাখি বেধে চোকলেট দিয়ে মিষ্টিমুখ করিয়ে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ও অন্যান্য পরিবেশ দূষণকারি প্লাস্টিকের ব্যবহার বর্জনের আহবান জানানো হয়। আলিপুরদুয়ার শব্দ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রীতুপর্না চ্যাটার্জি, সিঞ্জিনি চট্টোপাধ্যায়, তনুশ্রী মুখোপাধ্যায়, মন্দিরা কুন্ডু, সম্পাদক গৌতম দাস, শংকর সাহা, জয়দীপ দাস, অভিজিৎ সরকার, সন্দীপ পাল, সুদীপ দত্তগুপ্ত সহ অন্যান্য সদস্যরা।
advertisement

এক মাসের বেশি সময় হল প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে ঠিকই কিন্ত এখন ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বাজারে পুরোপুরি প্লাস্টিক ব‍্যবহার বন্ধ হয়নি। রাখি বন্ধনের দিন প্লাস্টিক নিয়ে জনগণকে সচেতন করার অভিনব উদ‍্যোগ গ্ৰহণ করল এই স্বেচ্ছাসেবী সংস্থা।

আরও পড়ুনঃ পুজোর আগেই বুকিং ফুল জলদাপাড়া সরকারি ট্যুরিস্ট লজে!

advertisement

ওপর দিকে অভিনব রাখিবন্ধন কর্মসূচি পালিত হল আলিপুরদুয়ারে শুধু ভাইয়ের হাতে রাখি পরিয়েই দায়িত্ব শেষ করেনি খুদে বোনেরা, সমাজের চারপাশে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজ সচেতনতার বার্তাও মানুষের সামনে তুলে ধরল তারা। ওম ফাউন্ডেশন নামে একটি এন জি ওর সহায়তায় এই অভিনব রাখি বন্ধন পালিত হল আলিপুরদুয়ারে।

আরও পড়ুনঃ নতুন জায়গায় হচ্ছে না বেচা কেনা! মাদারিহাটের জামতলা বাজারে ফিরছেন সবজি ব্যবসায়ীরা

advertisement

আলিপুরদুয়ার নয় নম্বর ওয়ার্ডের কালজানি নদী সংলগ্ন বাঁধের রাস্তার ওপর দাঁড়িয়ে রাখি পূর্ণিমার দিন এই সামাজিক দায়িত্ব পালন করতে দেখা গেল জন্য পঞ্চাশ খুদে পড়ুয়া কে।পথ চলতি মানুষ কে রাখীপরিয়ে সচেতনতার বার্তা দেন তাদের।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: পথ নিরাপত্তার বার্তা দিয়ে রাখি বন্ধন উৎসব পালন আলিপুরদুয়ারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল