Alipurduar: নতুন জায়গায় হচ্ছে না বেচা কেনা! মাদারিহাটের জামতলা বাজারে ফিরছেন সবজি ব্যবসায়ীরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর মাদারিহাটের উত্তর খয়েরবাড়ির কৃষকবাজার চালু করা হয়। মাদারিহাটের শতাব্দী প্রাচীন জামতলা বাজারটি সেখানে নিয়ে যাওয়া হয়।
#আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর মাদারিহাটের উত্তর খয়েরবাড়ির কৃষকবাজার চালু করা হয়। মাদারিহাটের শতাব্দী প্রাচীন জামতলা বাজারটি সেখানে নিয়ে যাওয়া হয়। বাজারের ব্যবসায়ীরা নিজেদের আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে গত সোমবারেই কৃষক বাজারে শেষবারের মত দোকান বসান। এরপর থেকে পুরোনো স্থান জামতলাতে ফের বাজার বসাবেন তারা বলে সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হলে অবস্থান বিক্ষোভে সামিল হবেন ব্যবসায়ীরা বলে হুঁশিয়ারি দিয়েছেন।
প্রশাসনিক নির্দেশে গত ২৫ শে জুলাই জামতলা হাটের ব্যবসায়ীরা মাদারিহাটের উত্তর খয়েরবাড়ির কৃষক বাজারে গিয়ে বসেন। সোম ও শুক্রবারে জামতলায় হাট বসত। তেমনই কৃষকবাজারে সোম ও শুক্রবার হাট বসিয়েছিলেন ব্যবসায়ীরা। চারটি হাট করার সুযোগ পেয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু ব্যবসা হয়নি বলে অভিযোগ। মাকরাপাড়া, লঙ্কাপাড়া, হান্টাপাড়া থেকে সবজি আসত জামতলা বাজারে। কৃষক বাজারে ব্যবসায়ীরা চলে যাওয়ায় সবজি আসা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগেই বুকিং ফুল জলদাপাড়া সরকারি ট্যুরিস্ট লজে!
ব্যবসায়ীদের গ্যাঁটের টাকা খরচ করে সবজি নিয়ে এসে বাজার বসাতে হত কৃষি মাণ্ডিতে।যা নিয়ে প্রথম থেকে ক্ষোভ সৃষ্টি হয় ব্যবসায়ীদের মনে। ক্রেতাদের দেখা না মেলায় ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা গত সোমবার কৃষক বাজার ত্যাগের সিদ্ধান্ত নেন।
advertisement
ব্যবসায়ীরা জানিয়েছেন প্রশাসনের নির্দেশ মেনেছি। আমরা আমাদের অসুবিধার বিষয়ে জানাচ্ছিলাম। কিন্তু কোনও লাভ হয়নি। প্রশাসনের তরফে আমাদের কথা কানে তোলা হয়নি বলে অভিযোগ। তাই কৃষক বাজার ত্যাগের সিদ্ধান্ত নিলাম।
advertisement
আরও পড়ুনঃ নতুন জায়গায় হচ্ছে না বেচা কেনা! মাদারিহাটের জামতলা বাজারে ফিরছেন সবজি ব্যবসায়ীরা
ব্যবসা করে দুটো পয়সা ঘরে না তুলতে পারলে কৃষকবাজারে ব্যবসা করতে আসার কোনও মানে হয় না বলে জানিয়েছেন তারা। যদিও ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের তরফে কোনও মন্তব্য মেলেনি। আগামী শুক্রবার জামতলায় ফের বাজার বসে কি না সেদিকে তাকিয়ে রয়েছে সকলে।
advertisement
Annanya Dey
view commentsLocation :
First Published :
August 10, 2022 7:59 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: নতুন জায়গায় হচ্ছে না বেচা কেনা! মাদারিহাটের জামতলা বাজারে ফিরছেন সবজি ব্যবসায়ীরা