এলাকার প্রায় ১২ বিঘা জমি গাঙ্গুটিয়া নদীর জলে চলে গিয়েছে। বনবস্তি বাসীদের পক্ষ থেকে প্রশাসনের দ্বারে যাওয়া হচ্ছে প্রতিবছর। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ। এদিকে নদী পাড় ভাঙনের কারণে নিঃশেষ হতে চলেছে যোগাযোগের রাস্তা। রাতের বেলা গ্রামের কোনও ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে গ্রাম থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে ওঠে। অনেক সময় এইকারণে মৃত্যু হয় অনেক রোগীর।
advertisement
আরও পড়ুনঃ ভারত-ভুটান সীমান্ত পাশাখা দিয়ে ফের শুরু ট্রাক চলাচল
প্রশাসনের কাছে গিয়ে কোনও লাভ না মেলায় ক্ষোভ জমছে এলাকাবাসীদের মনে। তাদের কথায় এভাবে চলা যায় না। প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে আন্দোলন হবে। আলিপুরদুয়ার জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ গণেশ মাহালি জানান, গাঙ্গুটিয়া বনবস্তিবাসীদের অসুবিধা হচ্ছে, এটি ঠিক কথা।
আরও পড়ুনঃ 'দুয়ারে চিতা'! ফের দেখা মিলল শিলবাড়িহাটের ঘাটপাড় এলাকায়, আতঙ্ক!
নদী এখন এগিয়ে এসেছে লোকালয় পর্যন্ত। হয়ত এই পাড় ভাঙনের সমস্যার সমাধান না হলে বনবস্তিটিও আর থাকবে না। আলিপুরদুয়ারের জেলাশাসককে বিষয়টি জানানো হয়েছে। গাঙ্গুটিয়া নদীর পাড়ে পাকা বাঁধ নির্মাণের বিষয়ে লিখিত আবেদন করা হয়েছে।
Ananya Dey