অবস্থান বিক্ষোভে অংশ নেওয়াদের অভিযোগ, তাঁরা সবরকম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আবাস যোজনা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা, কিছুই ঠিক করে পাচ্ছেন না। এই পরিস্থিতিতে নিয়মিত প্রতিবন্ধী ভাতা দেওয়া এবং তার পরিমাণ বাড়ানোর দাবিতে তুলেছেন। শুক্রবার সকাল থেকেই এই অবস্থান বিক্ষোভ শুরু হয় যশোডাঙা ব্লক অফিসের সামনে।
আরও পড়ুন: মিড ডে মিল পরীক্ষা করতে স্কুলে গিয়ে এ কী দেখলেন এসডিও!
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলিপুরদুয়ার জেলা সফর শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হয় এই আন্দোলন। আন্দোলনের অংশ নেওয়া প্রতিবন্ধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে প্রচুর প্রকল্পের কথা ঘোষণা করলেও তাঁদের জন্য কিছু ভাবা হয়নি। এই নিয়ে ক্ষোভ জমেছে প্রতিবন্ধীদের মনে। আন্দোলনে অংশ নেওয়াদের মধ্যে কারও হাত-পা নেই, কেউ আবার দৃষ্টিশক্তি হারিয়েছেন। এই অবস্থাতেও নিজেদের অধিকার বুঝে নিতে আন্দোলনে নামেন তাঁরা। শুক্রবার সকাল ১০ টা থেকে শুরু হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনে অংশ নেওয়া প্রতিবন্ধীরা জানান, দাবি না মানা পর্যন্ত তাঁদের এই অবস্থান বিক্ষোভ চলতেই থাকবে। এই বিষয়ে প্রতিবন্ধী সম্মিলনীর নেতা তাপস রায় বলেন, "সরকার আমাদের দেখছে না। আবাস যোজনার পূর্ণাঙ্গ তালিকায় কোনও প্রতিবন্ধীর নাম নেই। সরকারের তরফে ১ হাজার টাকার মানবিক ভাতা মেলে। তবে এই নামমাত্র ভাতা দিয়ে সংসার চলে না। অবিলম্বে মানবিক ভাতা ৬ হাজার টাকা করতে হবে।"
অনন্যা দে