TRENDING:

Alipurduar| Holi 2023|| হেঁসেল বন্ধ, হোলিতে মাতলেন হ্যামিলটনগঞ্জের গৃহিণীরা, এই উৎসব দুর্গাপুজোর মতই জনপ্রিয়

Last Updated:

হ‍্যামিল্টনগঞ্জের এই হোলি উদযাপনের জন‍্য সারা বছর অপেক্ষায় থাকেন এলাকার যুবক-যুবতীরা। এলাকার সার্কাস ময়দানে আয়োজিত হয় এই উৎসব।রাধাকৃষ্ণের পুজো দিয়ে উৎসব শুরু হয়। প্রথা মেনে রাধাকৃষ্ণের মূর্তির পায়ে প্রথম আবির দেওয়া হয়। তারপর শুরু হয় উৎসব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: রঙের উৎসবে মেতে উঠেছে হ‍্যামিল্টনগঞ্জের তরুণ প্রজন্ম। তাঁদের এই উৎসব দেখতে হাজির হন ব্লক প্রশাসনের কর্তারা। এখানকার হোলি উদযাপন বেশ বিখ্যাত।
advertisement

হ‍্যামিল্টনগঞ্জের এই হোলি উদযাপনের জন‍্য সারা বছর অপেক্ষায় থাকেন এলাকার যুবক-যুবতীরা। এলাকার সার্কাস ময়দানে আয়োজিত হয় এই উৎসব।রাধাকৃষ্ণের পুজো দিয়ে উৎসব শুরু হয়। প্রথা মেনে রাধাকৃষ্ণের মূর্তির পায়ে প্রথম আবির দেওয়া হয়। তারপর শুরু হয় উৎসব। নানান রঙের আবিরের মতোই বিভিন্ন রঙের শাড়ি পড়ে রং খেলায় মেতে ওঠেন এলাকার যুবতীরা। সারাদিন ধরে চলে নাচ-গান। একে অপরকে আবির-রং দিয়ে রাঙিয়ে দেন।

advertisement

আরও পড়ুন: ভাঙন ঠেকাতে বালির বস্তা দিয়ে তৈরি হচ্ছে বাঁধ! ক্ষিপ্ত গ্রামবাসীরা ঢিল ছুড়ল

এই হোলি উৎসব শেষে পুরো হ‍্যামিল্টনগঞ্জ পরিক্রম করেন যুবক-যুবতীরা। প্রতিটি বাড়ির কোণে কোণে ছড়িয়ে দেন আবির। হ‍্যামিল্টনগঞ্জের মানুষের কাছে এই উৎসব দুর্গাপুজোর মতোই। বাড়ির গৃহিণীরা এই দিনটায় হেঁশেল থেকে ছুটি নিয়ে নেন। তাঁরাও আনন্দে সামিল হন। এই হোলি উৎসবের অন্যতম আয়োজক গোবিন্দ বাগচী জানান, সব ভাষাভাষির মানুষের বাস হ‍্যামিল্টনগঞ্জে। আর সকলেই খুব আনন্দের সঙ্গে এই উৎসবে হাজির হন। যা দেখে আরও উৎসাহ মেলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar| Holi 2023|| হেঁসেল বন্ধ, হোলিতে মাতলেন হ্যামিলটনগঞ্জের গৃহিণীরা, এই উৎসব দুর্গাপুজোর মতই জনপ্রিয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল