হোম /খবর /মুর্শিদাবাদ /
বালির বস্তা ঠেকাবে নদী ভাঙন! ঢিল ছুড়ে 'না' গ্রামবাসীদের

Murshidabad News: ভাঙন ঠেকাতে বালির বস্তা দিয়ে তৈরি হচ্ছে বাঁধ! ক্ষিপ্ত গ্রামবাসীরা ঢিল ছুড়ল

X
title=

বাঁধ তৈরির কাজ নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বাঁধ মেরামতির জন্য বালির বস্তা নিয়ে আসা নৌকা লক্ষ্য করে ইট ছোড়া হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কামালপুর গ্রামে।

  • Share this:

মুর্শিদাবাদ: গঙ্গার ভাঙন সমস্যায় অতিষ্ট মুর্শিদাবাদের মানুষ। ঘরবাড়ি, চাষের জমি, দোকান, স্কুল সব নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই অবস্থায় নদী ভাঙন রোধের জন্য লাগাতার সার্বিক পরিকল্পনার দাবি তুলছেন জেলার মানুষ। এর অংশ হিসেবে কংক্রিটের স্থায়ী নদী বাঁধ তৈরির কথা বলা হচ্ছে। কিন্তু কাজের সময় সম্পূর্ণ উল্টো জিনিস হচ্ছে বলে এলাকাবাসীর দাবি। অভিযোগ, নদী ভাঙন ঠেকাতে বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করা হচ্ছে। আর তা নিয়েই ক্ষোভে ফেটে পড়েন সামসেরগঞ্জের কামালপুরের লোকজন।

বাঁধ তৈরির কাজ নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বাঁধ মেরামতির জন্য বালির বস্তা নিয়ে আসা নৌকা লক্ষ্য করে ইট ছোড়া হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কামালপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এসে পৌঁছন স্থানীয় নিমতিতা পঞ্চায়েতের প্রধান মইদুল এবং তৃণমূলের অঞ্চল সভাপতি সামিউল হক। প্রধানকে দেখে বিক্ষোভের তীব্রতা বাড়ে।

আরও পড়ুন: সরকারি উদ্যোগে জেলায় আয়োজিত হল বসন্ত উৎসব

গ্রামবাসীদের অভিযোগ, নিমতিতা এলাকায় ভাগীরথী ও পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বহু গ্রামবাসী ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বালির বস্তার বাঁধ দিয়ে এই ভাঙন সমস্যার মোকাবিলা করা সম্ভব নয় বলে জানান। তাঁদের দাবি, পাথরের বাঁধ তৈরি করে এই ভাঙন সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কৌশিক অধিকারী

Published by:kaustav bhowmick
First published:

Tags: Murshidabad news