TRENDING:

Alipurduar News: প্রগতি সংঘের জাঁকজমকপূর্ণ কালীপুজোয় উপচে পড়ল ভীড়

Last Updated:

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের প্রগতি সংঘের পুজো অন্যতম পুজো।এই ক্লাবের তরফে প্রতিবছরের ন্যায় এবছরও জাকজমকপূর্ণভাবে কালী পুজোর আয়োজন করা হয়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের প্রগতি সংঘের পুজো অন্যতম পুজো। এই ক্লাবের তরফে প্রতিবছরের ন্যায় এবছরও জাকজমকপূর্ণভাবে কালী পুজোর আয়োজন করা হয়েছে । ক্লাবের তরফে জানা যায়, এবছর পুজোর ৩১ তম বর্ষ। এখানে দুদিন ব্যাপী কালী পুজোর আয়জন করা হয় বলে পুজো কমিটির তরফে জানান হয়। এছাড়াও কমিটির সদস্যরা জানান, 'এবছর আমাদের পুজোর বাজেট ৫ লক্ষ টাকা। স্থানীয় শিল্পীদের হাত ধরেই আলোকসজ্জা ও পুজো প্যান্ডেল তৈরি হয়েছে। এছাড়াও আজ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে।' দুর্গাপুজোর পরেই খুঁটি পুজো হয় এই পুজোর। তারপর প্যাণ্ডেল তৈরির কাজ শুরু হয়।
advertisement

 

 

এলাকার যুব সম্প্রদায় এগিয়ে আসে এই পুজোতে। পাশাপাশি এলাকার মহিলারা পুজোর কাজে হাত লাগান। ক্লাবের তরফে জানান হয়েছে প্রথম অবস্থায় এই পুজো ছোট করে করা হত। ধীরে ধীরে সদস্য সংখ্যা বাড়তে থাকে।এরপর সকলের টাকা একত্রিত হয়ে এই পুজোর আয়োজন করা হত। পুজোর খরচ বেড়েই চলছিল। তারপর চাঁদা তোলা শুরু করা হয়। যে যত টাকা চাঁদা দেয় তাই নেওয়া হয়। প্রতিবার স্থানীয় শিল্পীদের দিয়ে প্যাণ্ডেল তৈরি করা হয়। আলোকসজ্জার দায়িত্বে থাকেন স্থানীয়রা।

advertisement

View More

এই পুজো দেখতে হাসিমারা, কালচিনি সহ বিভিন্ন স্থানের মানুষেরা আসেন। সকলেই খুব আপন করে নিয়েছে এই পুজোটিকে। পাড়ার মানুষদের আগ্রহ লক্ষ্য করা যায় এই পুজো নিয়ে। পুজোর বাজার করতে যান মহিলারা। পাড়ার যুবকেরা চাঁদা তোলাতে সাহায্য করেন শুধু। বাকিটা মহিলারা দেখে নেন। প্রতিমা নিয়ে আসার সময় শোভাযাত্রার আয়োজন করা হয়। পাড়ার মহিলারা জানান কালীপুজোর দুটো দিন খুব আনন্দের সঙ্গে কাটে তাদের।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রগতি সংঘের জাঁকজমকপূর্ণ কালীপুজোয় উপচে পড়ল ভীড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল