TRENDING:

Alipurduar: তোর্ষার ভাঙন অব্যাহত বীচ চা বাগান এলাকায়! আতঙ্কে এলাকাবাসীরা

Last Updated:

তোর্ষার ভাঙনে আতঙ্কিত আলিপুরদুয়ার জেলার বীচ বাগানের বাসিন্দারা। জমি,ঘরবাড়ি ইতিমধ্যে চলে গিয়েছে তোর্ষার জলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : তোর্ষার ভাঙনে আতঙ্কিত আলিপুরদুয়ার জেলার বীচ বাগানের বাসিন্দারা। জমি, ঘরবাড়ি ইতিমধ্যে চলে গিয়েছে তোর্ষার জলে। এভাবে ভাঙন চলতে থাকলে কোনও একদিন বীচ বাগানের ফরেস্ট লাইন এলাকাটি তোর্ষার জলে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীদের। শুধু এবছরের বৃষ্টি নয়,গত দুবছরের বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তোর্ষা।বীচ ফরেস্ট লাইন এলাকায় তোর্ষা নদীর অনবরত ভাঙন চলছে। বেশি বৃষ্টি হলেই বীচ ফরেস্ট লাইন এলাকায় জল প্রবেশ করছে। যা আতঙ্কের কারণ এলাকাবাসীদের কাছে। জানা যায়,নদী ভাঙনের কারণে প্রায় পাঁচ বিঘা জমি তলিয়ে গিয়েছে। এই এলাকায় বাঁধের দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা। প্রাণ সংশয় সবসময় লেগে রয়েছে এলাকাবাসীদের মনে।প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন এলাকাবাসীরা।
advertisement

তবে কিছুই হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীদের। মালঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন,\"পঞ্চায়েতের তরফে যতটুকু কাজ করা সম্ভব হবে ততটুকু করা হবে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।এলাকাবাসীদের জানানো হয়েছে কোনও অসুবিধা হলে গ্রাম পঞ্চায়েত দফতরে এসে জানাতে।\" শুধু বর্ষাকালে নয়, বছরের প্রতিটি সময় এই এলাকায় ভাঙন অব্যাহত থাকে।

আরও পড়ুনঃ নদী না সড়ক! জয়গাঁয় ভুটানগামী রাস্তার বেহাল দশা

advertisement

ভাঙনের কারণে অনেকের বাড়ি, জমি চলে গিয়েছে। সেইসব স্মৃতিগুলি আজও ভুলতে পারেননি এলাকাবাসীরা। বর্ষা শুরু হলে ভয় আরও জাঁকিয়ে বসে এলাকাবাসীদের মনে। কবে মিলবে পাকা বাঁধ প্রশ্ন এলাকাবাসীদের। গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হন তারা। কিন্তু তাতেও মেলেনা কোনও সুরাহা।

View More

আরও পড়ুনঃ বৃষ্টিতে জলমগ্ন কালচিনি ব্লক, জল বইছে রাস্তার ওপর দিয়ে!

advertisement

কারণ পাকা বাঁধ তৈরির অর্থ নেই পঞ্চায়েতের কাছে। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভরসা।তবুও বালির বস্তা চাপিয়ে ভাঙন রোধের চেষ্টা করেন এলাকাবাসীরা। তবে এভাবে আর ক'দিন চলবে? প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। নদী যত এগিয়ে আসছে ততই আতঙ্ক বাড়ছে এলাকায়।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: তোর্ষার ভাঙন অব্যাহত বীচ চা বাগান এলাকায়! আতঙ্কে এলাকাবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল