তবে কিছুই হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীদের। মালঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন,\"পঞ্চায়েতের তরফে যতটুকু কাজ করা সম্ভব হবে ততটুকু করা হবে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।এলাকাবাসীদের জানানো হয়েছে কোনও অসুবিধা হলে গ্রাম পঞ্চায়েত দফতরে এসে জানাতে।\" শুধু বর্ষাকালে নয়, বছরের প্রতিটি সময় এই এলাকায় ভাঙন অব্যাহত থাকে।
আরও পড়ুনঃ নদী না সড়ক! জয়গাঁয় ভুটানগামী রাস্তার বেহাল দশা
advertisement
ভাঙনের কারণে অনেকের বাড়ি, জমি চলে গিয়েছে। সেইসব স্মৃতিগুলি আজও ভুলতে পারেননি এলাকাবাসীরা। বর্ষা শুরু হলে ভয় আরও জাঁকিয়ে বসে এলাকাবাসীদের মনে। কবে মিলবে পাকা বাঁধ প্রশ্ন এলাকাবাসীদের। গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হন তারা। কিন্তু তাতেও মেলেনা কোনও সুরাহা।
আরও পড়ুনঃ বৃষ্টিতে জলমগ্ন কালচিনি ব্লক, জল বইছে রাস্তার ওপর দিয়ে!
কারণ পাকা বাঁধ তৈরির অর্থ নেই পঞ্চায়েতের কাছে। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভরসা।তবুও বালির বস্তা চাপিয়ে ভাঙন রোধের চেষ্টা করেন এলাকাবাসীরা। তবে এভাবে আর ক'দিন চলবে? প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। নদী যত এগিয়ে আসছে ততই আতঙ্ক বাড়ছে এলাকায়।
Annanya Dey