Alipurduar: বৃষ্টিতে জলমগ্ন কালচিনি ব্লক, জল বইছে রাস্তার ওপর দিয়ে!

Last Updated:

প্রবল বৃষ্টিতে জলমগ্ন কালচিনি ব্লকের বিস্তির্ণ এলাকা ।কালচিনি ব্লকের হ্যামিল্টগঞ্জের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে,নদীতে পরিণত হয়েছে সড়ক।

#আলিপুরদুয়ার : প্রবল বৃষ্টিতে জলমগ্ন কালচিনি ব্লকের বিস্তির্ণ এলাকা ।কালচিনি ব্লকের হ্যামিল্টগঞ্জের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে,নদীতে পরিণত হয়েছে সড়ক। হ্যামিল্টনগঞ্জ থেকে কালচিনি, আলিপুরদুয়ার সহ একাধিক স্থানে যাওয়ার প্রধান সড়ক প্রবল স্রোতে বইছে জল। এই জলের কারনে ব্যাহত যান চলাচল। আর এই সড়কের জলই প্রবেশ করছে আশপাশের এলাকায় । এরমধ্যে হ্যামিল্টনগঞ্জের পাঁচ মোড় এলাকার সবচেয়ে খারাপ অবস্থা। জলের স্রোত এতটা, যে সাধারণ মানুষ ও যানবাহন কোনোটাই যাতায়াত করতে পারছে না। এছাড়া এলাকাবাসীর অভিযোগ, 'একবছর আগে সরকারি জলের প্রকল্পের পাইপ বসাবার জন্য এখানের কংক্রিট রাস্তা ভাঙা হয়েছিল, এরপর সেখানে না বসেছে পাইপ না ভরাট করা হয়েছে গর্ত। ফলে সেই রাস্তা দিয়ে প্রবল স্রোতে জল যাওয়ায় অনেকেই তা লক্ষ্য না করতে পেরে পরে যাচ্ছে গর্ততে।'
এলাকাবাসীরা জানান, 'বছরের পর বছর একই পরিস্থিতি এই পাঁচমোড় এলাকার, সামনেই লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিস ও কালচিনি বিডিও অফিস। কেউই কোনো উদ্যোগ গ্রহণ করছে না।মাঝে বিধায়ক এসেও দেখে গিয়েছিল, বলেছিল নর্দমা তৈরি করা হবে, তাও হয়নি।' অন্যদিকে, হ্যামিল্টনগঞ্জে স্থিত দমকল বিভাগের অফিসও জলমগ্ন হয়ে পড়েছে। নর্দমার সব জল সেখানে প্ৰবেশ করছে। এ বিষয়ে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী দাস জানান, 'পাঁচমোড় এলাকার বিষয়টি আমাদের নজরে রয়েছে। তবে সেখানে কোনো নর্দমা বা কালভার্ট করার মতো ফান্ড আমাদের কাছে নেই আমরা এ নিয়ে বিডিওকে জানিয়েছিলাম আজ আবারও কথা বলবো।'
advertisement
আরও পড়ুনঃ নদী না সড়ক! জয়গাঁয় ভুটানগামী রাস্তার বেহাল দশা
এছাড়াও তিনি জানান, 'দমকল বিভাগের অফিসের সামনে রাস্তা উঁচু সেজন্য সেখানে জল ঢুকছে। সেই সমস্যা সমাধানেরও চেষ্টা করছি। তাছাড়া হ্যামিল্টনগঞ্জের অনেক দোকানদার নর্দমার ওপর নিজের দোকান নিয়ে এসেছেন,তাই নর্দমা পরিষ্কার করা যাচ্ছে না।' কালচিনি বিডিও ছুটিতে থাকায় তার পরিবর্তে জয়েন্ট বিডিও নজমুল হক জানান, 'আমরা এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলে, সমস্যা সমাধানের চেষ্টা করবো।'
advertisement
advertisement
আরও পড়ুনঃ দুর্ঘটনার কবলে দুটি পণ্যবাহী গাড়ি! হতাহতের খবর নেই
অন্যদিকে, কালচিনি বিধায়ক বিশাল লামা জানান, 'আমি আমার তহবিলের টাকা দিয়ে নর্দমা বানাতে চাচ্ছি, তবে এ বিষয়ে বিডিওকে জানানো সত্ত্বেও তিনি এখনও আমার সাথে যোগাযোগ করেনি।' অপরদিকে প্রবল বৃষ্টিতে ফের ক্ষতিগ্রস্ত কালচিনি ব্লকের রাজাভাত চা বাগানের কোঠি লাইন এলাকা। প্রবল বৃষ্টিতে নদীর রূপ নিতে শুরু করেছে নর্দমা। সেই জলেই ভেসে গিয়েছে একটি বাড়ির অধিকাংশ। এর আগেও সম্প্রতি বৃষ্টিতে একই অবস্থা হয়েছিল এই এলাকার, ক্ষতিগ্রস্ত হয়েছিল এই একই বাড়ি। পরিস্থিতি বুঝতে পেরে আগেই বাড়ি ছেড়েছেন বাড়ির সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ হোম স্টে-র মালিকদের পাশে দাঁড়াল রাজ্য
বাগান কর্তৃপক্ষের বক্তব্য প্রশাসনের তরফে সঠিকভাবে কাজ হয়নি, তাই এই পরিস্থিতি। তাদের দাবি, 'এ বছরের বৃষ্টিতে বাগানের ৬ হেক্টর জমি নর্দমার জলে ভেসে গিয়েছে।' অন্যদিকে, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিন্দিয়া লামা জানান, 'জরুরি অবস্থায় সেখানে গ্রাম পঞ্চায়েত থেকে জল আটকাবার জন্য বাঁধ দেওয়ার কাজ হয়েছে।তবে, স্থায়ী সমাধানের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি, সেখান থেকে এখনও নির্দেশ আসেনি। আজ আবারও এ বিষয়ে তাদের জানাবো।'
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: বৃষ্টিতে জলমগ্ন কালচিনি ব্লক, জল বইছে রাস্তার ওপর দিয়ে!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement