রোগীর শারীরিক পরিস্থিতি যতই অবনতি হোক না কেন, তাকে এই রাস্তা দিয়েই গ্রামের বাইরে বেরিয়ে গাড়িতে উঠতে হয়। এলাকাবাসীদের প্রশ্ন এই পরিস্থিতির সন্মুখীন আর কতদিন হতে হবে? এই নরক যন্ত্রণা আর ভোগ করতে পারছেন না তারা। স্থানীয়দের কথায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নির্মাণের জন্য এলাকায় প্রায় ২৭০০মিটার রাস্তা খনন করা হয়েছিল। তারপর আর রাস্তা তৈরি হয়নি এলাকায়। এই রাস্তাটি তৈরি হয়েছে অন্যত্র।
advertisement
আরও পড়ুনঃ চরম বিপদে মানুষ! ফালাকাটায় জাতীয় সড়কের উপর দিয়ে জলের স্রোত!
স্থানীয়রা জানিয়েছেন, রাস্তাটি যখন তৈরি হল না। তখন খনন করা স্থানগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়া যেত। সেই কাজটি না করে সমস্যা আরও বাড়ানো হল। এই এলাকা দিয়ে চলাচল করতে ভয় পান গর্ভবতী মহিলারা। অনেকেই রাস্তার দুর্দশা দেখে তাদের বাবার বাড়ি চলে যান। দিনের বেলা যেমন তেমনভাবে রাস্তা দিয়ে চলা গেলেও,রাতের বেলা আর চলা যায়না রাস্তা দিয়ে। একেই রাস্তায় আলো নেই।
আরও পড়ুনঃ 'ক্লিন জয়গাঁ' মিশন একমাত্র লক্ষ্য জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির, শুরু পাইলট প্রোজেক্ট
তাই আর কেউ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির বাইরে যেতে চান না। বেহাল রাস্তার অভিশাপ থেকে কবে মুক্তি পাবেন এলাকাবাসীরা? বর্তমানে এই প্রশ্নই সকলের মুখে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে এই বিষয়ে কিছু জানা যায়নি। এলাকাবাসীদের অভিযোগ, প্রশাসনের একজন ব্যক্তিকে এই এলাকায় আজ অবদি প্রবেশ করতে দেখা যায়নি।
Annanya Dey