আরও পড়ুন: স্বাস্থ্যকেন্দ্রের অস্বাস্থ্যকর হাল! বিপাকে রোগীরা
গত কয়েক সপ্তাহে এই নিয়ে ছয়টি ময়ূর উদ্ধার হয়েছে এই চা বাগান থেকে। অসুস্থ অবস্থায় সবকটি ময়ূর উদ্ধার হয়েছে বলে দাবি বন্যপ্রাণী প্রেমী সংস্থার সদস্যদের। এরপরই বন দফতরকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আর্জি জানালেন ওই সংগঠনের সদস্যরা। বাগানের ছিটানো কীটনাশকের কারনে ময়ূরগুলি অসুস্থ হচ্ছে কিনা এ নিয়ে উঠছিল প্রশ্ন। তবে এই বিষয়ে বন্যপ্রাণী প্রেমী সংগঠনের সদস্য বিক্রমজিৎ চক্রবর্তী বলেন, ‘বরাবরই বাগানে কীটনাশক ছিটানো হয়। এর আগেও বাগান থেকে আমরা ময়ূর উদ্ধার করেছি। তবে তারা এরূপ অসুস্থ ছিল না। কেন এমন হল তা বন দফরের গুরুত্ব সহকারে দেখা উচিত।’
advertisement
এই বিষয়ে নিমতি রেঞ্জের রেঞ্জ অফিসার অর্নব দাস বলেন, ‘কীটনাশক নয়, একপ্রকার ব্যাকটেরিয়া জনিত রোগের কারণে ময়ূররা অসুস্থ হচ্ছে। এদিনের উদ্ধারকৃত ময়ূরের চিকিৎসা চলছে। এছাড়া আগের যে ময়ূরগুলি উদ্ধার হয়েছিল সকলকে সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।’
অনন্যা দে