আরও পড়ুনঃ হাতির ওয়াচ টাওয়ারে জোড়া ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য খড়িবাড়িতে
বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথের রায়ডাক রেঞ্জের ছিপড়া জঙ্গল থেকে বাইসন দুটি বের হয়ে প্রথমে ঝোপঝাড়ে লুকিয়ে ছিল।এদিন দুপুরে বাইসন দুটি বের হওয়ার পরেই গ্রামবাসীদের চোখে পড়ে,এর পরই খবর দেওয়া হয় বনকর্মীদের।
advertisement
এ ডি এফ ও থেকে শুরু করে সাউথ আর রায় ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার দেবাশিষ মন্ডল এলাকায় চলে আসেন। অতিরিক্ত সুরক্ষার জন্য ভল্কা রেঞ্জ থেকে শতাধিক বনকর্মী ওই এলাকাটি ঘিরে ফেলেন। বনদফতর সূত্রে খবর, কোনও ক্ষয়ক্ষতি হয়নি এলাকায়। বাইসন দুটিকে জঙ্গলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে।ট্রাঙ্কুলাইজ টিম আনা হয়েছে।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2024 6:26 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: সাংঘাতিক! বাইসনের অত্যাচার দমন করতে কালঘাম ছুটল বন দফতরের