এ প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি প্রবীণ কাসোয়ান জানান, \"সকলের সহায়তায় বন রক্ষা সম্ভব হবে। বন ও বন্যপ্রাণী নিয়ে যথেষ্ট কৌতুহল লক্ষ্য করা গিয়েছে পড়ুয়াদের মনে।যা দেখে ভালো লাগে।\" বন মহোৎসবের অনুষ্ঠানে এদিন প্রকৃতিতে প্রজাপতি ছাড়া হয়। প্রকৃতিতে জীব বৈচিত্র্য ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে। করোনা পরিস্থিতিতে গতবছর ডুয়ার্সকন্যাতে পালিত হয়েছিল বন মহোৎসব। ডুয়ার্স কন্যার সামনে রোপন করা হয়েছিল গাছ।
advertisement
আরও পড়ুনঃ টায়ারে জমছে জল! বাড়ছে মশার লার্ভা, ডেঙ্গু রুখতে চলছে সচেতনতা
করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতেই বন দফতরের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল বন মহোৎসব। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। বনদফতর সূত্রে জানা গিয়েছে, বন মহোৎসব উপলক্ষ্যে রাজ্য জুড়ে নেওয়া হয়েছে বনসৃজন সহ বিভিন্ন ধরণের কর্মসূচি। প্রসার ও প্রচার কর্মসূচি রয়েছে বন ও বন্যপ্রাণ এবং পরিবেশরক্ষার। জনসাধারণকে করা হবে সচেতন।
আরও পড়ুনঃ নেপালি আদিকবি ভানু ভক্তের ২০৮ তম জন্মজয়ন্তী পালন কালচিনি ব্লকে
এদিকে সম্প্রতি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে বাড়ির গাছ কাটতে গেলেও নিতে হবে সরকারি অনুমতি।গাছ ছাড়া বাঁচার বিকল্প কিছু নেই। গাছ বাঁচলে মানুষ সহ অন্যান্য প্রাণী বাঁচবে। তাই গাছকে বাঁচিয়ে রাখতে হবে।জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় কাটা হচ্ছে গাছ। তা আটকাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ির গাছও কাটতে হবে বন দফতরের অনুমতি নিয়ে।প্রয়োজনে ডালপালা ছাঁটা যেতে পারে। তবে গাছ কেটে দেওয়া চলবে না। কাটতে হলে নিতে হবে বন বিভাগের অনুমতি।
Annanya Dey