TRENDING:

Alipurduar: বুড়ি নদীর ওপর নেই বাঁশের সাঁকো! সমস্যায় দক্ষিণ চকোয়াখেতির মানুষেরা

Last Updated:

চকোয়াখেতি অঞ্চলে নেই কোনও সাঁকো। বুড়ি নদী পেরিয়েই পারাপার করতে হয় সাধারণ মানুষকে। আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের এই পরিস্থিতি অবাক করে দেবে সকলকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : চকোয়াখেতি অঞ্চলে নেই কোনও সাঁকো। বুড়ি নদী পেরিয়েই পারাপার করতে হয় সাধারণ মানুষকে। আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের এই পরিস্থিতি অবাক করে দেবে সকলকে। পাকা সেতু অনেক দুরেই থাক। নদীর ওপর বাঁশের সাঁকোটিও নেই দক্ষিণ চকোয়াখেতি গ্রামে। এই পরিস্থিতি সম্প্রতি শুরু হয়নি। গ্রামবাসীরা নয় থেকে দশ বছর ধরে বুড়ি নদীর ওপর ব্রীজ না দেখেই আসছেন। প্রশ্ন উঠতেই পারে। তাহলে তারা কি প্রশাসনের দ্বারস্থ হয়নি এই বিষয়ে। উত্তরে গ্রামবাসীরা জানান,পাকা সেতু নয়। নদী পারাপারের জন্য একটি বাঁশের সাঁকো চেয়েছিলেন তারা পঞ্চায়েতের কাছে।
advertisement

কিন্তু তাদের এই আর্জি রাখেনি প্রশাসন। আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের চকোয়াখেতি অঞ্চলের দক্ষিণ চকোয়াখেতি গ্রামে বুড়ি নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি হয়নি। এর ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।বর্তমানে নদীর জল পেরিয়ে যাতায়াত করে এলাকার ছাত্রছাত্রীরা। বৃষ্টি বেশি হলেই উত্তর চকোয়াখেতির সঙ্গে দক্ষিণ চকোয়াখেতির যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ স্কুলঘর নির্মাণে পুরনো সামগ্রী ব্যবহার! অভিযোগ করছেন অভিভাবকরা

advertisement

দক্ষিণ চকোয়াখেতির অনেক হাট ব্যবসায়ী তাদের সামগ্রী নিয়ে উত্তর চকোয়াখেতির হাটে যান।বৃষ্টি হলেই সবচাইতে বেশি সমস্যার সন্মুখীন হন তারা। রোজগারের পথটিও বন্ধ হয়ে যায় তাদের। গ্রামবাসীদের অভিযোগ,বর্ষাকালে একপ্রকার ঘরবন্দী হয়ে যায় তারা। এভাবে আর চলতে পারছেন না তারা বলে ক্ষোভ উগরে দিয়েছেন তারা।

View More

আরও পড়ুনঃ পাকা সেতুর দাবি পূরণ হয়নি উত্তর কামসিং এলাকায়! ক্ষুব্ধ এলাকাবাসী

advertisement

বুড়ি নদীর ওপর সেতু না তৈরি হলে ভোট দেবেন না বলে তারা জানিয়েছেন। এবিষয়ে আলিপুরদুয়ার এক ব্লকের বিডিও সঞ্জয় প্রধান জানান,\"দক্ষিণ চকোয়াখেতির মানুষের সমস্যার কথা শুনেছি।এলাকায় গিয়ে পরিস্থিতি বুঝতে হবে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে হবে।পঞ্চায়েতের তরফে বাঁশের সাঁকো কেন তৈরি করা হল না সেবিষয়েও জিঞ্জেস করা হবে। গ্রামবাসীদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।\"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: বুড়ি নদীর ওপর নেই বাঁশের সাঁকো! সমস্যায় দক্ষিণ চকোয়াখেতির মানুষেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল