কিন্তু তাদের এই আর্জি রাখেনি প্রশাসন। আলিপুরদুয়ার জেলার এক নং ব্লকের চকোয়াখেতি অঞ্চলের দক্ষিণ চকোয়াখেতি গ্রামে বুড়ি নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি হয়নি। এর ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।বর্তমানে নদীর জল পেরিয়ে যাতায়াত করে এলাকার ছাত্রছাত্রীরা। বৃষ্টি বেশি হলেই উত্তর চকোয়াখেতির সঙ্গে দক্ষিণ চকোয়াখেতির যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ স্কুলঘর নির্মাণে পুরনো সামগ্রী ব্যবহার! অভিযোগ করছেন অভিভাবকরা
advertisement
দক্ষিণ চকোয়াখেতির অনেক হাট ব্যবসায়ী তাদের সামগ্রী নিয়ে উত্তর চকোয়াখেতির হাটে যান।বৃষ্টি হলেই সবচাইতে বেশি সমস্যার সন্মুখীন হন তারা। রোজগারের পথটিও বন্ধ হয়ে যায় তাদের। গ্রামবাসীদের অভিযোগ,বর্ষাকালে একপ্রকার ঘরবন্দী হয়ে যায় তারা। এভাবে আর চলতে পারছেন না তারা বলে ক্ষোভ উগরে দিয়েছেন তারা।
আরও পড়ুনঃ পাকা সেতুর দাবি পূরণ হয়নি উত্তর কামসিং এলাকায়! ক্ষুব্ধ এলাকাবাসী
বুড়ি নদীর ওপর সেতু না তৈরি হলে ভোট দেবেন না বলে তারা জানিয়েছেন। এবিষয়ে আলিপুরদুয়ার এক ব্লকের বিডিও সঞ্জয় প্রধান জানান,\"দক্ষিণ চকোয়াখেতির মানুষের সমস্যার কথা শুনেছি।এলাকায় গিয়ে পরিস্থিতি বুঝতে হবে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে হবে।পঞ্চায়েতের তরফে বাঁশের সাঁকো কেন তৈরি করা হল না সেবিষয়েও জিঞ্জেস করা হবে। গ্রামবাসীদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।\"
Annanya Dey