এদিকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের বিষয়ে জিঞ্জেস করলে আজ নয় কাল। কাল নয় পরশু চিকিৎসক আসবেন বলা হয়ে থাকে। এই পরিস্থিতিতে বিরক্ত হয়ে উঠছেন রোগীরা। এদিকে চিকিৎসক না থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন স্বাস্থ্যকেন্দ্রের নার্স সুষমা পাল। তিনি জানিয়েছেন সমস্যা হলেও মানিয়ে নিতে হয়েছে। অসুবিধা তেমন হয় না।
আরও পড়ুনঃ করুণ পরিস্থিতি জয়গাঁর রণবাহাদুরবস্তির রাস্তার, পরিস্থিতি ঘুরে দেখলেন বিডিও
advertisement
বড় কিছু হলে উন্নত পরিষেবার জন্য রেফার করা হয়। এই নিয়ম আগেও মেনে চলা হত।এখনও এই নিয়ম মানা হচ্ছে।চিকিৎসকের পরামর্শ মেনে কাজ করা হয়।উনি সবসময় ফোনে যোগাযোগ রাখেন। যেদিন চিকিৎসক আসেন তার আগের দিন নোটিশ টাঙিয়ে দেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রের গেটে।
আরও পড়ুনঃ নিমতির পর মধু চা বাগান, প্রো রেটা বেসিসে বেতন চালুর প্রতিবাদ, আন্দোলন শ্রমিকদের
চিকিৎসা পরিষেবা পাওয়ার আশায় বাবুরহাট,আলিপুরদুয়ার যাওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন এলাকাবাসীরা। খরচটা বড় কথা নয় তবে রাস্তায় রোগীর শরীরের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মত এলাকাবাসীদের। কবে নিয়মিত চিকিৎসক স্বাস্থ্যকেন্দ্রে আসবেন এবং কবে মিলবে সুচিকিৎসা প্রশ্ন এলাকাবাসীদের।
Annanya Dey





