অভিভাবকদের অভিযোগ, চালে পোকা ধরার বিষয়টি তাঁরা যদি দেখতেই না পেতেন, তাহলে হয়ত এই পোকা চাল দিয়েই শিশুদের মিড ডে মিলের খিচুড়ি রান্না করা হত। এই ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: বহরমপুরে মহুয়া মৈত্র, নেত্রীকে কাছে পেয়েই ভয়ঙ্কর অভিযোগ নিহত তৃণমূল নেতার স্ত্রীর!
advertisement
এদিনের ঘটনা ঘিরে সাময়িক ভাবে চাঞ্চল্য ছড়ায় বড়চৌকি এলাকায়। ভিড় জমে যায় বড়চৌকির বস নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের সামনে। ঘটনাস্থলে পৌঁছন এলাকার পঞ্চায়েত সদস্যেরা। আসেন সমাজসেবীরাও।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের বক্তব্য়, এই চাল পুজোর আগে এসেছিল। চালের একটা বস্তাতেই অল্প পোকা দেখতে পাওয়া গিয়েছিল। তবে, পোকা দেখা মাত্রই তড়িঘড়ি ব্য়বস্থা করা হয়েছে। রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর দলের মহিলাদের বলা হয়েছে, তাঁরা যেন পোকা ধরা চাল রান্না না করেন।
আরও পড়ুন: শুভেন্দুকে নিজের ঘরে ডাক মুখ্যমন্ত্রীর! গেলেন, তবে চমকও দিলেন বিরোধী দল
চাল নিয়ে শোরগোল পড়ে যাওয়ায় এদিন অবশ্য আর মিড ডে মিলের খাবার তৈরি হয়নি। কী করে মিড ডে মিলের চালে পোকা ধরল, তার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন এলাকার পঞ্চায়েত সদস্যরা।