TRENDING:

Lockdown Doll: বার্বি নয় এই পুতুলই এখন মন কেড়েছে শিশুদের! নাম কী জানেন তার?

Last Updated:

লকডাউনের সময় ঘরে বসে এই পুতুলটি তৈরি করেছিলেন।তারপর থেকে পুতুলটির নাম রেখেছেন লকডাউন ডল। মন কেড়ছে শিশুদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: লকডাউনের সময় ঘরে বসে এই পুতুলটি তৈরি করেছিলেন,তারপর থেকে পুতুলটির নাম রেখেছেন লকডাউন ডল। পিন্টু বৈরাগীর এই সৃষ্টি সকলের মনে ধরার মত। বিভিন্ন রঙের লকডাউন ডল শোভা বৃদ্ধি করে মেলাগুলির। বর্তমানে আলিপুরদুয়ারের জটেশ্বরে চলছে শিবরাত্রির মেলা। এই মেলাতেই পিন্টু বৈরাগী এই লকডাউন পুতুলের দোকান বসিয়েছেন।
advertisement

মাত্র ১০০ টাকাতে মিলছে এই লকডাউন পুতুল। জানা যায় লকডাউনের সময় থেকেই এই পুতুল তৈরির পেশার সঙ্গে যুক্ত হন পিন্টু। এই বিষয়ে পিন্টু বৈরাগী জানান,”পুতুল অনেক রকমের হয়। লকডাউনের সময় ঘের দেওয়া ফ্রক পড়ানো পুতুল তৈরির ভাবনা মাথায় আসে। সেই প্রথম এই পুতুল তৈরির পেশায় আমার হাতেখড়ি হয়। এই পুতুল শিশুদের পছন্দ হচ্ছে।”

advertisement

আরও পড়ুন:পুজো দিতে হবে শুধু ছোট্ট সস্তার এই ফল দিয়ে, তাহলেই ঋণের চক্র থেকে মুক্তি, পরামর্শ জ্যোতিষবিদের

আলিপুরদুয়ার,কোচবিহার,জলপাইগুড়ি,অসমের বিভিন্ন মেলায় লকডাউন পুতুল নিয়ে চলে যান পিন্টু বৈরাগী। বাড়িতে আরও কর্মী রয়েছে। যাদের এই পুতুল তৈরির প্রশিক্ষণ তিনি দিয়েছেন। তাই পুতুলের পরিমাণ কখনও কম হয় না তার। এভাবেই লকডাউন পুতুল এনে দিচ্ছে তাঁর রুজিরুটি।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Lockdown Doll: বার্বি নয় এই পুতুলই এখন মন কেড়েছে শিশুদের! নাম কী জানেন তার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল