Amalaki Ekadashi 2024: পুজো দিতে হবে শুধু ছোট্ট সস্তার এই ফল দিয়ে, তাহলেই ঋণের চক্র থেকে মুক্তি, পরামর্শ জ্যোতিষবিদের

Last Updated:
Amalaki Ekadashi 2024: এই একাদশীতে আমলকি দিয়ে পুজো দিন শিব-পার্বতী ও বিষ্ণুর
1/5
 আমলকি বা রঙ্গভরী একাদশীতে আমলকি দিয়ে পুজো দিন বিষ্ণুকে ও মহাদেবকে।ঋণের হাত থেকে মিলবে মুক্তি। জানালেন জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী।
 আমলকি বা রঙ্গভরী একাদশীতে আমলকি দিয়ে পুজো দিন বিষ্ণুকে ও মহাদেবকে।ঋণের হাত থেকে মিলবে মুক্তি। জানালেন জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী।
advertisement
2/5
ফাল্গুন মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে আমলকী বা রঙ্গভরী একাদশী পালিত হয়।রঙ্গভরী একাদশী শিব ও পার্বতীর সঙ্গে সম্পর্কযুক্ত। এই তিথিতে পুজো ও উপবাস করলে শিব-পার্বতী এবং বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়।
ফাল্গুন মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে আমলকী বা রঙ্গভরী একাদশী পালিত হয়।রঙ্গভরী একাদশী শিব ও পার্বতীর সঙ্গে সম্পর্কযুক্ত। এই তিথিতে পুজো ও উপবাস করলে শিব-পার্বতী এবং বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
3/5
এই একাদশী তিথি উপলক্ষে কাশীতে শিব-পার্বতীর বিশেষ পুজো হয়।এই দিন থেকে কাশীতে হোলি খেলা শুরু হয়। ৬ দিন পর্যন্ত হোলি খেলা হয় সেখানে। আমলকী একাদশী পালিত হবে বুধবার।
এই একাদশী তিথি উপলক্ষে কাশীতে শিব-পার্বতীর বিশেষ পুজো হয়।এই দিন থেকে কাশীতে হোলি খেলা শুরু হয়। ৬ দিন পর্যন্ত হোলি খেলা হয় সেখানে। আমলকী একাদশী পালিত হবে বুধবার।
advertisement
4/5
জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী জানিয়েছেন, "আমলকী একাদশীতে শিবলিঙ্গের অভিষেকের সময় আমলকী অর্পণ করা উচিত।বিষ্ণুকেও পুজো দেওয়া উচিত আমলকী দিয়ে।তাহলে ভাগ‍্যরেখা উন্নত হয়।"
জ‍্যোতিষবিদ বিশ্বজিৎ চক্রবর্তী জানিয়েছেন, "আমলকী একাদশীতে শিবলিঙ্গের অভিষেকের সময় আমলকী অর্পণ করা উচিত।বিষ্ণুকেও পুজো দেওয়া উচিত আমলকী দিয়ে।তাহলে ভাগ‍্যরেখা উন্নত হয়।"
advertisement
5/5
এই বিশেষ দিনে আমলকি গাছের পুজো করলে ঋণের হাত থেকে মুক্তি মেলে।চাকরি,ব‍্যবসাতে মেলে সুফল বলে জানিয়েছেন জ‍্যোতিষবিদ। Input-  Annanya Dey
এই বিশেষ দিনে আমলকি গাছের পুজো করলে ঋণের হাত থেকে মুক্তি মেলে।চাকরি,ব‍্যবসাতে মেলে সুফল বলে জানিয়েছেন জ‍্যোতিষবিদ। Input-  Annanya Dey
advertisement
advertisement
advertisement