আরও পড়ুন: রাজ্য তাইকোন্ড প্রতিযোগিতায় বিরাট সাফল্য মালদহের
আলিপুরদুয়ার জংশন এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালীপুজো মানেই দর্শনার্থীদের ভিড়। আলিপুরদুয়ার জংশনের ডিআরএম-এর মাঠে এবার তৈরি হয়েছে কর্নাটকের বিধানসভার আদলে মণ্ডপ। জেলার শহর লাগোয়া পুজোগুলির মধ্যে অন্যতম এই এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের কালীপুজো। চারমাস ধরে চলছে এর প্রস্ততি। মণ্ডপ তৈরির কাজ শেষ। সঙ্গে রয়েছে মানানসই আলোকসজ্জা। এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বাদশা রায় বলেন, এবার এখানে কর্নাটকের বিধানসভা তৈরি করা হয়েছে।ঘুরতে গিয়ে কর্নাটকের বিধানসভা দেখে ভাল লেগেছিল তাই এই থিম করা হয়েছে।
advertisement
জানা যায়, এই পুজো কমিটির সঙ্গে যুক্ত ১৬০ জন সদস্য। কোনও চাঁদা তুলে পুজো হয় না। ১৬০ জন সদস্য নিজেরা টাকা খরচ করে এই পুজোর আয়োজন করেছেন। ছোট ছোট দল করে কেউ আলোকসজ্জার, আবার কেউ মণ্ডপ তৈরির টাকা দিয়েছেন। আসানসোল থেকে শিল্পী এসে এখানে মণ্ডপ তৈরি করেছেন। পুজো কমিটির সদস্যরা আশা করছেন, সকলের ভাল লাগবে মণ্ডপটি। প্রতিদিন রাতে মুম্বইয়ের শিল্পীদের অনুষ্ঠান থাকছে। নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে।
অনন্যা দে