দেশে চলছে আজাদি কা অমৃত মহোৎসব। এই উপলক্ষে বিধায়ক বক্সা বনবিভাগের এফডি-র সঙ্গে কথা বলেছেন। যাতে ১৫ই অগাস্ট ছাড় দেওয়া হয় পর্যটকদের রাজাভাতখাওয়া গেটে। তিনি আশা রাখছেন তার এই অনুরোধ রাখা হবে বনদফতরের পক্ষ থেকে। এছাড়াও তিনি অনুরোধ জানিয়েছেন যাতে সেদিন বক্সার গাইডরা পর্যটকদের বক্সা ফোর্টের ইতিহাস সম্পর্কে অবগত করান।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগেই বুকিং ফুল জলদাপাড়া সরকারি ট্যুরিস্ট লজে!
স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের কি ভূমিকা ছিল তা যাতে জানানো হয় পর্যটকদের। কারণ অনেকেই অর্ধেক ইতিহাস জেনে চলে যান। পুরো ইতিহাস তাদের আর জানা হয় না। বর্তমানে বক্সা ফোর্টে সৌন্দর্যায়নের কাজ শেষ হয়নি। তাই এই ফোর্টের ভেতরে প্রবেশ করতে পারেন না পর্যটকেরা। সামনের থেকে দাঁড়িয়ে বক্সা ফোর্ট দেখে দুধের স্বাদ ঘোলে মেটান তারা।
আরও পড়ুনঃ পথ নিরাপত্তার বার্তা দিয়ে রাখি বন্ধন উৎসব পালন আলিপুরদুয়ারে
পর্যটকদের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হয় যাতে দ্রুত খুলে দেওয়া হয় এই ঐতিহাসিক স্থানটি। বিধায়কের অনুমান কোভিড সময়কাল পেরিয়ে এসে এবারের স্বাধীনতা দিবসে পর্যটকদের ভীড় উপচে পড়বে বক্সা পাহাড়ে।বনদফতরের কাছে পর্যটক সুরক্ষার বিষয়টি তিনি দেখতে বলেছেন।
Annanya Dey