প্রবল বৃষ্টি হলেই বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করে পাহাড় থেকে নেমে আসা কাদামাটি। এই এলাকায় প্রায় ৫০টি পরিবারের বাস। এই দুর্ভোগ ঠেকাতে শীঘ্র গার্ড ওয়াল দেওয়ার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা।বাসিন্দাদের কথায়, কিছু বছর পূর্বে এই এলাকার পাশে ভুটান ও এদেশের সীমান্তের পাশ দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরির কথা ছিল। সেই কাজ কিছুটা শুরুও হয়। তবে পরে তা আর সম্পূর্ণ হয়নি। এরপরই শুরু হয় দুর্ভোগ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: বর্ষা শুরুর আগেই যা হাল এই এলাকার! গা ঘিনঘিনে পরিবেশে টেকা দায় স্থানীয়দের
বাসিন্দাদের দাবি,সেই পাহাড় কাটার ফলে বৃষ্টিতে এখন পাহাড় থেকে বড় বড় পাথর,বালি,জল এসে এলাকায় ব্যাপক ক্ষতি করছে। বর্তমানে এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা পুরোপুরি ভেঙে যাওয়ায় জরুরি সময়ে এম্বুলেন্স ও দমকল আসার মতো রাস্তা নেই বলে দাবি। যদিও,এ বিষয়ে জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,”এটা অনেক বড় কাজ, ভুটান ও এদেশের যৌথ উদ্যোগেই তা করা সম্ভব। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি।” বর্ষা আসতেই ফের আতঙ্কে ঘুম উড়েছে জয়গাঁর এই দাঁড়াগাঁও এলাকার বাসিন্দাদের।
Annanya Dey