ওঁদের কারোর বিয়ের বয়স ষাট পেরিয়েছে, আবার কারোর বিয়ে হয়েছে চল্লিশ বছর। তবু ভালবাসা এখনও অমলিন। এই ভালবাসাতে রয়েছে বসন্তের রঙিন আবেগ। নারায়ণ সিং পেশায় ছিলেন শিক্ষক।বয়স আশি ছুঁয়েছে। স্ত্রী বীনা সিংয়ের সঙ্গে ঘর বেঁধেছেন বাষট্টি বছর হল। তিন সন্তান, তাদের পরিবার আছে। সকলকে নিয়েই একসঙ্গে থাকতে পারাটাই সিং দম্পতির কাছে ভালবাসা। সন্তানরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, সেই থেকে নাম শুনেছেন।
advertisement
আরও পড়ুন: জয়নগরে রেল লাইনের ধার থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের দেহ উদ্ধার
এদিকে যুগের সঙ্গে তাল মিলিয়ে দাম্পত্যে আধুনিকতার ছোঁয়া এনেছেন সাহা দম্পতি। নারায়ণ চন্দ্র সাহা পেশায় ব্যবসায়ী। দুই ছেলে,তাদের স্ত্রী ও নাতনিকে নিয়ে যৌথ পরিবার। এই বয়সেও ভ্যালেন্টাইন্স ডে স্ত্রী সঞ্চিতা সাহার সঙ্গে পালন করতে ভুল হয় না। স্ত্রী-র জন্য বিভিন্ন উপহার নিয়ে আসেন প্রতি ভ্যালেন্টাইন্স ডে-তে। এই নিয়ে প্রশ্ন করলে উল্টে পাল্টা প্রশ্ন করেন নারায়ণ চন্দ্র সাহা, বিয়ের বয়স চল্লিশ হলেই কী বয়স্ক হয়ে যেতে হবে? মনের বয়স বাড়তে দিলে চলবে না। ভালবাসার দিন ছেলেরা তাদের স্ত্রীদের নিয়ে পালন করে। তাই দাম্পত্যে খুশির পরশ দিতে তিনিও স্ত্রীর সঙ্গে ভাগ করে নেন প্রেম দিবসের আবেগ।
অনন্যা দে