চা বলয়, বনবস্তি এলাকায় ঘর ভাড়া নিয়ে অনুশীলন করার সামর্থ হয়না ক্রীড়াবিদদের পক্ষে। তাই মাঠ ভরসা তাদের। সকাল সন্ধ্যা অনুশীলন চালাতে গিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে হাতির উপদ্রব। এলাকার শিশু,কিশোরীদের নিয়ে অনুশীলন চালানোর সময় জঙ্গলে হাতি দেখতে পেয়েছেন তিনি। প্রাণভয়ে সকলকে নিয়ে ছুটে পালান তিনি। এই বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানিয়ে সুরাহা হয়নি বলে রূপম দেবনাথের অভিযোগ। এরপর কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জে একটি সার্চ লাইট সহ একধিক দাবি লিখিত ভাবে জানান ওই ক্রীড়াবিদ।
advertisement
আরও পড়ুনঃ সংকোষের শাখা নদীর ওপর সেতুর দাবি বিত্তিবাড়ির বাসিন্দাদের
এই বিষয়টি খবর পেয়ে স্কুলডাঙ্গা এলাকার ক্রীড়াবিদ রুপম দেবনাথের সঙ্গে দেখা করেন কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার উত্তম কুমার সরকার। রূপম দেবনাথের হাতে সার্চ লাইট তুলেন দেন রেঞ্জ অফিসার। পাশাপাশি অনুশীলনের যাতে কোনও অসুবিধে না হয় তা নিয়েও কথা বলেন। পাশে থাকার আশ্বাস দেন কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জার উত্তম কুমার সরকার। আশ্বাস পেয়ে খুশি ক্রীড়াবিদ রূপম দেবনাথ। তিনি জানিয়েছেন রেঞ্জ অফিসার জানিয়েছেন অনুশীলন চালাতে গিয়ে হাতির সামনাসামনি হলে সবার আগে তাকে জানাতে।
Annanya Dey