বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের ময়নাবাড়ি জঙ্গল থেকে অভিরাম টিগ্গাকে গ্রেফতার করে বন দফতর। ধৃতের বাড়ি কার্তিকা চা বাগানের ধোবিলাইনে। তার কাছ থেকে গান পাউডার সহ হরিণ মারার বেশকিছু সরঞ্জাম পাওয়া গিয়েছে। অভিরাম টিগ্গাকে রবিবার গ্রেফতার করা হয়।
advertisement
উল্লেখ্য গত বছর বক্সার জঙ্গল থেকে একটি হরিণের মৃতদেহ উদ্ধার হয়। সেই হত্যাকান্ডে জড়িতদের সন্ধান সেসময় পাননি বন দফতর। তবে এই নিয়ে তদন্ত জারি ছিল। চলছিল অপরাধীদের খোঁজ। আর তাতেই উঠে আসে উত্তর-পূর্ব ভারতের কয়েকজন দুষ্কৃতীর নাম। বক্সার জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে তাদের খোঁজ চালাচ্ছিলেন বনকর্মীরা। সেখানেই অভিরাম টিগ্গার কথা জানা যায়। তারবাড়িতে তল্লাশি চালিয়ে হরিণ মারার অস্ত্র পাওয়া যায়। পরে জেরায় সে অপরাধের কথা স্বীকার করে।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 12:26 PM IST