TRENDING:

Alipurduar News: ভুট্টা চাষ করে মাথায় হাত কৃষকদের

Last Updated:

কালচিনির ব্লক কৃষি আধিকারিক জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে ভুট্টার ফলন সেভাবে হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ভুট্টা চাষ করে ক্ষতির মুখে পূর্ব সাঁতালির কৃষকেরা। জমিতে ফলন তেমন না হওয়ায় চাষের খরচটুকু যে উঠবে না সেই বিষয়ে একরকম নিশ্চিত তাঁরা। এই লোকসানের ধাক্কা কী করে সামলাবেন সেটাই তাঁরা এখন ভেবে পাচ্ছেন না।
advertisement

আলিপুরদুয়ারের এই কৃষকরা জানিয়েছেন, নিজেদের পকেটের টাকা খরচ করেই ভুট্টা বীজ কিনেছিলেন। এরপর মোটা টাকা দিয়ে সার কিনে জমিতে দেন। কিন্তু তারপরও ফলন ঠিকঠাক হয়নি। পূর্ব সাঁতালির প্রায় দেড়শজন কৃষক কৃষিকাজের সঙ্গে যুক্ত। কেউ দু'বিঘা, আবার কেউ তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করেন। এই কৃষকদের অভিযোগ, চলতি বছর কৃষি দফতরের পক্ষ থেকে তাঁদের ভুট্টার বীজ দেওয়া হয়নি। তাই গ্যাঁটের কড়ি খরচ করে বীজ কিনতে হয়েছিল।

advertisement

আরও পড়ুন: নোংরা পড়ে বন্ধ সেচ নালা, চরম সঙ্কটে খড়িবাড়ির কৃষকরা

তাঁদের বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বুদ্ধিমায়া ছেত্রী নামে এক কৃষক বলেন, এক বিঘা জমিতে এক কেজি ভুট্টার বীজ দরকার হয়। দু'বিঘা জমিতে দু'কেজি। যা কিনতে তিনশ টাকা খরচ হয়েছে। এরপর জমিতে সারের খরচ আছে। সব মিলিয়ে দু'হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু ফলন এখনও হল না। হয়তো সারের দামটুকুও উঠবে না।

advertisement

View More

এদিকে কৃষি দফতরের পক্ষ থেকে কৃষকদের ভুট্টার বীজ না দেওয়ার বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে।কালচিনির ব্লক কৃষি আধিকারিক জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ার কারণে ভুট্টার ফলন সেভাবে হয়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ভুট্টা চাষ করে মাথায় হাত কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল