মাদারিহাটের মেঘনাদ সরণীতে মাঝেমধ্যেই চলে হাতির হানা। হাতি হানা দিয়ে নষ্ট করে দেয় ভুট্টা ক্ষেত।ক্ষোভে অবশিষ্ট ভুট্টা উঠিয়ে দেন চাষীরা।কালচিনি ব্লকের ভারত-ভুটান সীমান্তবর্তী জয়গাঁ,দক্ষিণ লতাবাড়ি,মধু চা বাগান এলাকায় প্রতিরাতে বক্সার জঙ্গল ও জলদাপাড়া জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে তাণ্ডব চালাচ্ছে। বনকর্মীদের টহলের দাবি প্রতিবার জানাচ্ছেন এলাকাবাসীরা। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের সরুগাঁও চা বাগান এলাকায় হাতির হানার ঘটনা ঘটে গত বুধবার গভীর রাতে। একপাল হাতি হানা দেয় ওই এলাকায়।সারা রাত গোটা এলাকায় তাণ্ডব চালিয়ে এখনও এলাকা ছাড়েনি ওই হাতির পালটি।
advertisement
আরও পড়ুনঃ অবিরাম বৃষ্টি আলিপুরদুয়ারে! জারি লাল সতর্কতা
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দলগাঁও রেঞ্জের বন কর্মীরা।বন দফতর হাতির গতিবিধির উপর নজর রাখছে। এদিকে গত বৃহস্পতিবার একটি হাতির দল ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যান চিলাপাতা রেঞ্জের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করে। এর পরেই মথুরা চা বাগান ঢুকে চকোয়াখেতি ও ডব্বর হাট গ্রামে প্রবেশ করে পরবর্তীতে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়, স্থানীয় সূত্রে জানা যায় কয়েকটি বাড়ি ও কলা বাগান তছনছ করে হাতির দলটি।
আরও পড়ুনঃ বৃষ্টিতে প্রাচীর ভেঙে আলিপুরদুয়ার-ফালাকাটার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ক্ষতিগ্রস্তদের কথায়,বর্ষাকালে হাতির হানা এলাকায় বেশি হয় জেনেই তারা সতর্ক থাকেন।রাত হলে সজাগ থাকেন তারা।হাতি এলাকায় প্রবেশ করলেই ফোনে যোগাযোগ করা হয় নিকটবর্তী রেঞ্জ অফিসে।কিন্তু যখন বনকর্মীরা আসেন তখন সব শেষ হয়ে যায়।এলাকায় বনকর্মীদের টহল প্রতিদিন থাকলে এমন ঘটনা ঘটে না।
*যোগাযোগের ঠিকানা-GG3H 5Q8, আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ। 736121*
অফিসের গুগল ম্যাপ-
Ananya Dey