Alipurduar: অবিরাম বৃষ্টি আলিপুরদুয়ারে! জারি লাল সতর্কতা

Last Updated:

ভুটান পাহাড় ধসে জল ঢুকছে ভারতের জয়গাঁর খোকলাবস্তি এলাকায়। আতঙ্কিত এলাকার মানুষেরা। শুক্রবার ভোরে হঠাৎই ভুটান পাহাড় ধসে জল ঢুকতে শুরু করে ভারতে।

+
title=

আলিপুরদুয়ার: ভুটান পাহাড় ধসে জল ঢুকছে ভারতের জয়গাঁর খোকলাবস্তি এলাকায়। আতঙ্কিত এলাকার মানুষেরা। শুক্রবার ভোরে হঠাৎই ভুটান পাহাড় ধসে জল ঢুকতে শুরু করে ভারতে। জলের প্রবল স্রোত শুনে ঘর থেকে বাইরে এলাকাবাসীরা বেরিয়ে দেখেন বন্যা পরিস্থিতি এলাকায়।বেলা বাড়তেই আরও জোরে বয়ে আসতে থাকে জল। জলের তোড়েভেসে যাওয়ার উপক্রম তৈরি হয়।পাসাখা ভুটানগেট পার করে মাটি ধোয়া জল খোকলাবস্তিতে আসতে দেখে চোখ জলে ভরে ওঠে এলাকাবাসীদের।কষ্টের ফসল শেষ হতে দেখলেন তারা।ভুট্টাক্ষেত আর নেই তাদের। পাসাখা সীমান্তে জয়গাঁ খোকলাবস্তিবাসীদের খাবার হোটেলেও ঢুকেছে জল। নষ্ট হয়েছে আনাজ। অনাহারে রয়েছেন খোকলাবস্তি এলাকার বাসিন্দারা। এই জলের স্রোত আটকানো সম্ভব নয় জেনেও খোকলাবস্তির এলাকার বাসিন্দারা বড় পাথর ভারতের সীমানায় দিয়েছিলেন। কিন্তু জলের স্রোতে ভাসিয়ে নিয়ে যায় সেই পাথরও। ওই এলাকায় বর্তমানে ঘরছাড়া প্রায় দুশো মানুষ।
এলাকা বাসী ধনরাজ তামাং জানান,\"প্রাকৃতিক বিপর্যয় আগাম জানান দিয়ে আসেনা।কিন্তু আমাদের এতবড় ক্ষতি মেনে নিতে পারছি না।ঘরবাড়ি আছে ঠিকই।কিন্তু তা আর বসবাসের উপযোগী থাকল না।\" এলাকায় ভয়াবহ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পাসাখা সীমান্ত দিয়ে যানাবাহন চলাচল বন্ধ । পাসাখা সীমান্ত খোকলাবস্তি এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে ভুটান গামী ট্রাকের লম্বা লাইন লক্ষ্য করা যায়। পাসাখা সীমান্ত হয়ে ভুটান ঢোকার প্রবেশ পথ নেই বললেই চলে।প্রবল জলের স্রোতে এশিয়ান হাইওয়ে ৪৮ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোতে ভুটান থেকে জল এসে গোটা এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভুটানে ধস ও প্রবল বর্ষনের ফলে ভুটান পাহাড় ধসে জলের স্রোত পাসাখা গেট দিয়ে জয়গাঁর খোকলাবস্তি এলাকায় প্রবেশ করছে।
advertisement
পাসাখা সীমান্তের ওই এলাকায় যোগাযোগ বন্ধ, রোজ কয়েকশো মাল বোঝাই গাড়ি এই পথ দিয়েই ভুটানে প্রবেশ করে। বর্তমানে ভুটানে প্রবেশ করতে না পেরে সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে বন্ধ এসএসবি, কাস্টমস চেকপোস্ট। ঘটনার খবর পেয়ে সেখানে যান জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা,জয়গাঁ এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কমল পাখরিন।জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান,\"এটি প্রাকৃতিক বিপর্যয়।এই জলের স্রোতকে নদীর দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাখব।\"
advertisement
advertisement
আলিপুরদুয়ার সেচ দফতর সূত্রে জানা যায়, অতিবৃষ্টিতে জয়গাঁয় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভারত-ভুটান সীমান্ত পাসাখা এলাকা পরিদর্শন করা হচ্ছে। সমগ্র এলাকা পরিদর্শন করে রাজ্যে রিপোর্ট পাঠানো হবে। তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে টানা বৃষ্টিতে জলে ডুবল আলিপুরদুয়ার পুরসভার নিচু এলাকা গুলো৷ ২০ নম্বর ওয়ার্ডের বেশ কিছু ওয়ার্ডের মানুষ জলবন্দি হয়ে রয়েছে ৷ পুরসভার ১৮ , ১৫ , ০৫ , ২০ , ০৮ , ০৯ নম্বরের বিস্তীর্ন নিচু এলাকায় জল জমে রয়েছে ৷ গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত প্রায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে ৷বৃষ্টিপাতের নিরীখে জারি হয়েছে লাল সতর্কতা।
advertisement
আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে সাতটি পাম্প মেশিন চালানো হচ্ছে৷ কালজানি নদীর জল বাড়ায় সুইচ গেট খোলা যাচ্ছে না ৷ পাম্প করে জল বের করে দেওয়া হচ্ছে। অতি বৃষ্টির জেরে চর তোর্সার ডাইভারশন ভেঙে বিপত্তি তৈরি হয়েছে আলিপুরদুয়ারে। পাশাপাশি ফালাকাটা-আলিপুরদুয়ার সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
advertisement
রাতভর বৃষ্টির কারণে নির্মীয়মাণ মহাসড়কের চরতোর্ষা ডাইভারশন, বুড়ি তোর্সা নদীর ডাইভারশন ও সঞ্জয় নদীর ওপর থাকা ডাইভারশন ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। চরতোর্সার ডাইভারশন ভেঙে যাওয়ায় শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যেতে হচ্ছে অনেকটা ঘুরে। বৃহস্পতিবার রাতেও ফের বৃষ্টি হওয়ায় শুক্রবার সকালে দেখ গেল ডাইভার্সনের পরেও চর তোর্সা নদী মূল রাস্তাও অনেকটা ভেঙেছে।
advertisement
Ananya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: অবিরাম বৃষ্টি আলিপুরদুয়ারে! জারি লাল সতর্কতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement