ঘুম,খাওয়া উড়ে যায় তাদের। বাসরা নদীর জলের তোরে নিঃশেষ হয়েছে রাস্তা। সেন্ট্রাল ডুয়ার্স ও কালচিনির যোগাযোগ চলছে নদী পেরিয়ে। প্রতিদিন নদী পেরতে বিরক্ত হয়ে উঠছেন সকলে। অনেক সময় নদীর জলে আটকে যায় বাইক ও গাড়ি। এই সমস্যার সমাধান কবে হবে প্রশ্ন এলাকাবাসীদের?
আরও পড়ুনঃ বন মহোৎসব উপলক্ষে রাজাভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে বিশেষ অনুষ্ঠান
advertisement
শুধু কালচিনি নয়, জয়গাঁ, হাসিমারা থেকে অনেক শিক্ষক সেন্ট্রাল ডুয়ার্সে আসেন শিক্ষকতা করতে। অনেক সময় তারা স্কুল অবদি যেতে পারেন না। বাসরা নদীর জল বেশি থাকলে তাদের ফিরে যেতে হয় বাড়িতে। যদিও কালচিনি ব্লক প্রশাসনের তরফে সেন্ট্রাল ডুয়ার্স এলাকা পরিদর্শন করা হয়েছে। কৃষি জমি বাঁচাতে এলাকাবাসীদের দাবী পাকা বাঁধের।
আরও পড়ুনঃ টায়ারে জমছে জল! বাড়ছে মশার লার্ভা, ডেঙ্গু রুখতে চলছে সচেতনতা
নয়তো পরের বর্ষায় বাসরা নদীর জল ঢুকে নিঃশেষ করে দেবে পুরো গ্রামটি। এদিকে কালচিনি ও সেন্ট্রাল ডুয়ার্সে নিত্য যাতায়াতকারীরা দুই এলাকার মধ্যে সেতুর দাবী জানাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে নদী পেরতে চাইছেন না তারা।
Annanya Dey





