এই বিষয়ে বক্সা টাইগার রিজার্ভ পূর্বের ডি এফ ডি দেবাশীষ শর্মা জানান, “চোরা শিকারীদের কাজ এটি। হাতির দাঁত কেটে নেওয়ার পর কোনও বৈদ্যুতিক কাটার ব্যবহার করে মাথা কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে।এটি বিরলতম ঘটনা।বক্সা জঙ্গলে বনকর্মীরা খোঁজ চালাচ্ছে বাকি দেহাংশের।যদি দেহ না মেলে তবে অসমের বন দফতরের সঙ্গে কথা বলব আমরা।”
advertisement
আরও পড়ুন: বৃষ্টির সঠিক ইংরেজি কি? Rain নয় কিন্তু! ৯৯ শতাংশ মানুষ ভুল জানেন!
এদিকে বনদফতর সূত্রে আরও জানা যায় এই ঘটনার পরে গোটা বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। কোথাও হাতির দেহাংশ পাওয়া যায়নি। ফলে এই হাতি বক্সা জঙ্গলে মারা হয়নি বলে আপাতত মনে করছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। অসম-বাংলার সীমানা বরাবর সংকোষ নদী প্রবাহিত হয়েছে। এদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে চোরাশিকারিদের হাতে হাতির মৃত্যুর ইতিহাস থাকলে সম্প্রতি এই বনাঞ্চলে এমন ঘটনা ঘটেনি। ফলে এদিন হাতির কাটা মাথা উদ্ধারের পরেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
Annanya Dey