TRENDING:

Elephant News: বৈদ‍্যুতিক যন্ত্র দিয়ে কাটা হয়েছে হাতির মাথা! জারি রেড অ্যালার্ট! সামনে এল ভয়াবহ তথ্য

Last Updated:

Elephant News: নদীতে ভেসে আসা হাতির কাটা মাথা নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: সংকোষ নদী থেকে হাতির কাটা মাথা উদ্ধার হওয়া একটি বিরলতম ঘটনা বলে জানাল বনাধিকারিকরা।এমন ঘটনা আগে ঘটেনি।বক্সা জঙ্গলজুড়ে লাগু হয়েছে রেড অ‍্যালার্ট।আলিপুরদুয়ার জেলার অসম বাংলা সীমানা আলিপুরদুয়ার জেলার সংকোষ নদী থেকে একটি পূর্ণ বয়ষ্ক হাতির মাথা উদ্ধার হয় শুক্রবার বিকেলে। ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে হাতির মাথা উদ্ধার করে।সেটিকে ময়নাতদন্তের জন‍্য পাঠান হয়েছে।শনিবার সকাল থেকে হাতির বাকি দেহের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।বনকর্মীরা খুঁজে দেখছেন গোটা জঙ্গল।
advertisement

এই বিষয়ে বক্সা টাইগার রিজার্ভ পূর্বের ডি এফ ডি দেবাশীষ শর্মা জানান, “চোরা শিকারীদের কাজ এটি। হাতির দাঁত কেটে নেওয়ার পর কোনও বৈদ‍্যুতিক কাটার ব‍্যবহার করে মাথা কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে।এটি বিরলতম ঘটনা।বক্সা জঙ্গলে বনকর্মীরা খোঁজ চালাচ্ছে বাকি দেহাংশের।যদি দেহ না মেলে তবে অসমের বন দফতরের সঙ্গে কথা বলব আমরা।”

advertisement

আরও পড়ুন:  বৃষ্টির সঠিক ইংরেজি কি? Rain নয় কিন্তু! ৯৯ শতাংশ মানুষ ভুল জানেন!

এদিকে বনদফতর সূত্রে আরও জানা যায় এই ঘটনার পরে গোটা বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। কোথাও হাতির দেহাংশ পাওয়া যায়নি। ফলে এই হাতি বক্সা জঙ্গলে মারা হয়নি বলে আপাতত মনে করছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। অসম-বাংলার সীমানা বরাবর সংকোষ নদী প্রবাহিত হয়েছে। এদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে চোরাশিকারিদের হাতে হাতির মৃত্যুর ইতিহাস থাকলে সম্প্রতি এই বনাঞ্চলে এমন ঘটনা ঘটেনি। ফলে এদিন হাতির কাটা মাথা উদ্ধারের পরেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Elephant News: বৈদ‍্যুতিক যন্ত্র দিয়ে কাটা হয়েছে হাতির মাথা! জারি রেড অ্যালার্ট! সামনে এল ভয়াবহ তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল