আরও পড়ুনঃ পুজোর সময় হাতির হানা রুখতে বন দফতরের কড়া নজরদারি পুরুলিয়ায়
ঘন জঙ্গল ঘেরা চা বাগান মাঝেরডাবরি। এলাকার শান্ত পরিবেশের টানে ছুটে আসেন পর্যটকেরা। মাঝেরডাবরি চা বাগান চায়ের ফ্লেভার নিয়ে এক্সপিরিমেন্টের জন্য এমনিতেই নামকরা। পর্যটকদের জন্য মাঝেরডাবরি চা বাগান কর্তৃপক্ষ তৈরি করেছে এক্সক্লুসিভটি লাউঞ্জ। ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের বুক চিরে উত্তর পূর্বের দিকে চলে গিয়েছে ৩১ নম্বর জাতীয় সড়ক। তার দু পাশে রয়েছে মাঝেরডাবরি চা বাগান। আর এই জঙ্গল ও চা বাগানের মাঝেই বাগান কর্তৃপক্ষ তৈরি করেছেন ডাবরি টি লাউঞ্জ।
advertisement
বাগান ম্যানেজার চিন্ময় ধর জানান, “জঙ্গল ও চা বাগানের মাঝে ছিমছাম পরিবেশে এই লাউঞ্জ গড়ে তোলা হয়েছে। আমরা পুরনো গাছের গুড়ি দিয়ে বসার জায়গা করেছি। লাউঞ্জটিকে পরিবেশবান্ধব গড়ে তোলার চেষ্টা করেছি। গিটার রাখা রয়েছে। চা খেতে এসে চাইলে গিটার চর্চা করতে পারবেন পর্যটকেরা। এরপর বই এনে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
জঙ্গল ঘুরতে এসে পর্যটকেরা ঘুরে যেতে পারবেন এই টি লাউঞ্জে। তবে শুধু চা নয়, তার সঙ্গে পছন্দমত স্ন্যাকস পেয়ে যাবেন পর্যটকেরা। মুম্বইয়ের বিখ্যাত এক পাঁচতারা হোটেল থেকে আনা হয়েছে শেফকে। পর্যটকেরা এখানে পাবেন ব্ল্যাক টি, গ্রিন টি, অর্থডক্স টি, মুনলাইট টি-র স্বাদ। চায়ের স্বাদ যদি মনে ধরে যায়, তবে লাউঞ্জের টি শপ থেকে নিতে পারবেন চা পাতা।
Annanya Dey