TRENDING:

Durga Puja Travel 2023: চা-প্রেমীদের জন‍্য সুখবর! জঙ্গলের মধ‍্যেই ঝাঁ চকচকে টি লাউঞ্জ! কোথায়? জানুন

Last Updated:

Durga Puja Travel 2023: জঙ্গল ঘুরতে এসে চায়ের নেশা ধরেছে।পর্যটকদের সুবিধার জন‍্য মাঝেরডাবরি চা বাগান এনেছে এক্সক্লুসিভ টি লাউঞ্জ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: জঙ্গল ঘুরতে এসে চায়ের নেশা ধরেছে। কিন্তু জঙ্গলের রাস্তায় কোথায় মিলবে চা-এর দোকান? এই ভাবনা প্রথমে আসে পর্যটকদের মনে। তাঁদের সুবিধার জন‍্য মাঝেরডাবরি চা বাগান এনেছে এক্সক্লুসিভ টি লাউঞ্জ।
advertisement

আরও পড়ুনঃ পুজোর সময় হাতির হানা রুখতে বন দফতরের কড়া নজরদারি পুরুলিয়ায়

ঘন জঙ্গল ঘেরা চা বাগান মাঝেরডাবরি। এলাকার শান্ত পরিবেশের টানে ছুটে আসেন পর্যটকেরা। মাঝেরডাবরি চা বাগান চায়ের ফ্লেভার নিয়ে এক্সপিরিমেন্টের জন্য এমনিতেই নামকরা। পর্যটকদের জন্য মাঝেরডাবরি চা বাগান কর্তৃপক্ষ তৈরি করেছে এক্সক্লুসিভটি লাউঞ্জ। ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের বুক চিরে উত্তর পূর্বের দিকে চলে গিয়েছে ৩১ নম্বর জাতীয় সড়ক। তার দু পাশে রয়েছে মাঝেরডাবরি চা বাগান। আর এই জঙ্গল ও চা বাগানের মাঝেই বাগান কর্তৃপক্ষ তৈরি করেছেন ডাবরি টি লাউঞ্জ।

advertisement

বাগান ম‍্যানেজার চিন্ময় ধর জানান, “জঙ্গল ও চা বাগানের মাঝে ছিমছাম পরিবেশে এই লাউঞ্জ গড়ে তোলা হয়েছে। আমরা পুরনো গাছের গুড়ি দিয়ে বসার জায়গা করেছি। লাউঞ্জটিকে পরিবেশবান্ধব গড়ে তোলার চেষ্টা করেছি। গিটার রাখা রয়েছে। চা খেতে এসে চাইলে গিটার চর্চা করতে পারবেন পর্যটকেরা। এরপর বই এনে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

advertisement

জঙ্গল ঘুরতে এসে পর্যটকেরা ঘুরে যেতে পারবেন এই টি লাউঞ্জে। তবে শুধু চা নয়, তার সঙ্গে পছন্দমত স্ন‍্যাকস পেয়ে যাবেন পর্যটকেরা। মুম্বইয়ের বিখ্যাত এক পাঁচতারা হোটেল থেকে আনা হয়েছে শেফকে। পর্যটকেরা এখানে পাবেন ব্ল্যাক টি, গ্রিন টি, অর্থডক্স টি, মুনলাইট টি-র স্বাদ। চায়ের স্বাদ যদি মনে ধরে যায়, তবে লাউঞ্জের টি শপ থেকে নিতে পারবেন চা পাতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Durga Puja Travel 2023: চা-প্রেমীদের জন‍্য সুখবর! জঙ্গলের মধ‍্যেই ঝাঁ চকচকে টি লাউঞ্জ! কোথায়? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল