প্রতি রবিবার হ্যামিল্টনগঞ্জ হাটের বেশ কিছু ব্যবসায়ী এই এলাকাতেও দোকান দেন। অভিযোগ, ব্যবসায়ীরা সেই হাট বাজারের নানা আবর্জনা ফেলেন ওই নর্দমায় ফলে জল যাওয়ার মতো জায়গা না থাকায়, বৃষ্টিতে নর্দমা ভরাট হয়ে আশপাশের এলাকায় বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করে। বাসিন্দাদের দাবি, এ নিয়ে একাধিকবার পঞ্চায়েত, প্রধানকে অভিযোগ জানানো সত্ত্বেও কেউ সমস্যার সমাধান করার চেষ্টা করা তো দূরের কথা, এলাকায় পরিদর্শনেও আসেনি।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আরও পড়ুন: বিশ্রী দুর্গন্ধ…! কাছে যেতেই কেঁপে উঠল সকলে, সুপারি বাগানে ওটা কী! হাড়হিম কাণ্ড
যদিও, এ বিষয়ে দক্ষিণ ফরোয়ার্ড নগর এলাকার পঞ্চায়েত সদস্য পরিমল সরকার বলেন,”গতবারই গ্রাম পঞ্চায়েত তরফে নর্দমা পরিষ্কার করা হয়েছিল। তবে সাপ্তাহিক হাটের দিন ব্যবসায়ীরা আবর্জনা ফেলে তা ফের ভরাট করে দিয়েছে এবং পরিচালনার দায়িত্বে থাকা ইজারাদারও ওই নর্দমা পরিষ্কার করে না।” বৃষ্টি কমলেও বাসিন্দাদের বাড়ি ও রাস্তায় জমেই থেকে নর্দমার জল। এলাকায় মশা মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।পাশাপাশি, রোগ জীবাণু ছড়ানোর আশংকাও করছেন বাসিন্দারা।
Annanya Dey





