TRENDING:

Alipurduar News: বর্ষা শুরুর আগেই ‌যা হাল এই এলাকার! গা ঘিনঘিনে পরিবেশে টেকা দায় স্থানীয়দের

Last Updated:

আবর্জনায় ভরাট হয়ে রয়েছে নর্দমা, অল্প বৃষ্টিতেই সেই নর্দমার জল প্রবেশ করছে বাসিন্দাদের বাড়িতে। চরম দুর্দশা হ্যামিল্টনগঞ্জে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: আবর্জনায় ভরাট হয়ে রয়েছে নর্দমা,অল্প বৃষ্টিতেই সেই নর্দমার জল প্রবেশ করছে বাসিন্দাদের বাড়িতে। যার কারণে জমা জলে দুর্গন্ধ বাড়ছে। পাশাপাশি মশা ও মাছির উপদ্রবে নাজেহাল কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ। এলাকার সরোজিৎপল্লী, ঢাকেশ্বরী কলোনি ও দক্ষিণ ফরোয়ার্ড নগরের কিছু এলাকায় বাড়ি বাড়িতে বৃষ্টির জল জমে আছে। এই এলাকায় পাশে রয়েছে একটি নর্দমা।
advertisement

প্রতি রবিবার হ্যামিল্টনগঞ্জ হাটের বেশ কিছু ব্যবসায়ী এই এলাকাতেও দোকান দেন। অভিযোগ, ব্যবসায়ীরা সেই হাট বাজারের নানা আবর্জনা ফেলেন ওই নর্দমায় ফলে জল যাওয়ার মতো জায়গা না থাকায়, বৃষ্টিতে নর্দমা ভরাট হয়ে আশপাশের এলাকায় বাসিন্দাদের বাড়িতে প্রবেশ করে। বাসিন্দাদের দাবি, এ নিয়ে একাধিকবার পঞ্চায়েত, প্রধানকে অভিযোগ জানানো সত্ত্বেও কেউ সমস্যার সমাধান করার চেষ্টা করা তো দূরের কথা, এলাকায় পরিদর্শনেও আসেনি।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

আরও পড়ুন: বিশ্রী দুর্গন্ধ…! কাছে যেতেই কেঁপে উঠল সকলে, সুপারি বাগানে ওটা কী! হাড়হিম কাণ্ড

View More

যদিও, এ বিষয়ে দক্ষিণ ফরোয়ার্ড নগর এলাকার পঞ্চায়েত সদস্য পরিমল সরকার বলেন,”গতবারই গ্রাম পঞ্চায়েত তরফে নর্দমা পরিষ্কার করা হয়েছিল। তবে সাপ্তাহিক হাটের দিন ব্যবসায়ীরা আবর্জনা ফেলে তা ফের ভরাট করে দিয়েছে এবং পরিচালনার দায়িত্বে থাকা ইজারাদারও ওই নর্দমা পরিষ্কার করে না।” বৃষ্টি কমলেও বাসিন্দাদের বাড়ি ও রাস্তায় জমেই থেকে নর্দমার জল। এলাকায় মশা মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।পাশাপাশি, রোগ জীবাণু ছড়ানোর আশংকাও করছেন বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বর্ষা শুরুর আগেই ‌যা হাল এই এলাকার! গা ঘিনঘিনে পরিবেশে টেকা দায় স্থানীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল