ডাকঘরের ভেতরে ঢুকেও গ্রাহকরা ছাতা মাথায় কাউন্টারে দাঁড়িয়ে রয়েছে। ঘরের মেঝের মধ্যে জল জমে রয়েছে। ডাকঘরের কম্পিউটার এবং দরকারি দলিল পত্র যাতে বৃষ্টির জল লেগে নষ্ট না হয়ে যায় সেই কারনে সব প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে।
আরও পড়ুন ঃ ত্রাহি ত্রাহি রব শ্রমিক মহল্লার বাসিন্দাদের! অবশেষে নামল সেনা
advertisement
জানা যায় বহুদিন ধরেই ডাকঘরটি এরকম বেহাল অবস্থা হয়ে পড়ে আছে। বিগত কয়েক বছর ধরে ডিভিশনাল অফিসে জানিয়েও কোনও লাভ হয়নি।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 6:12 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: হাঁটু ছুঁয়েছে বৃষ্টির জল, তার মধ্যেই চলছে পোস্ট অফিসের কাজ!