Alipurduar News: ত্রাহি ত্রাহি রব শ্রমিক মহল্লার বাসিন্দাদের! অবশেষে নামল সেনা
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
টানা বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে আলিপুরদুয়ারের পানা নদী। নদীর জল প্রবেশ করে জলমগ্ন হয়ে পড়েছে চা মহল্লা।
আলিপুরদুয়ার: অনবরত বৃষ্টির কারণে ফুলে ফেঁপে উঠেছে আলিপুরদুয়ারের পানা নদী। এই নদীর জল প্রবেশ করছে চা মহল্লায়। যার ফলে জলবদ্ধতার শিকার হয়েছে মেচপাড়া চা বাগানের শ্রমিকরা। শ্রমিক মহল্লায় সত্তরটি পরিবারের বাস। এদিকে কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে হু হু করে প্রবেশ করছে পানা নদীর জল। জনবসতি এলাকায় জল প্রবেশ করায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা।
নদীর স্রোতের কারণে কেউই নদী পার করে অন্য পাড়ে আসতে পারছিল না। আলিপুরদুয়ার থেকে সিভিল ডিফেন্স টিম এসেও উদ্ধার করতে পারেনি ঘরে আটকে থাকা বাসিন্দাদের। মেচপাড়া চা বাগানের পাকা লাইনে এখনও প্রায় পঞ্চাশ জন আটকে রয়েছে। তাদের উদ্ধার করছে ভারতীয় সেনা।
advertisement
advertisement
বর্তমানে সম্পূর্ণ গ্ৰামই নদীর রূপ নিয়েছে। কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান, “আমাদের ভারতীয় সেনার সাহায্য নিতে হয়েছে। প্রতিটি মানুষকে সংকটমুক্ত রাখা আমাদের কাজ। কেউ যাতে জলে আটকে না থাকে সেদিকে লক্ষ্য রাখছি আমরা। বন্যাপীড়িতদের ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।”
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 2:06 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ত্রাহি ত্রাহি রব শ্রমিক মহল্লার বাসিন্দাদের! অবশেষে নামল সেনা