TRENDING:

Dry FIsh: শুঁটকির চপ খেয়েছেন! গন্ধ নেই! স্বাদে দারুণ! রইল ঠিকানা! ভিড় সামলানো মুশকিল

Last Updated:

Dry FIsh: মনেই হবে না শুঁটকি মাছে গন্ধ আছে! এই চপ খেলে ভুলতে পারবেন না!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: সন্ধ‍্যা হলেই ভিড় জমে যায় যতন মণ্ডলের দোকানে।নর্থ পয়েন্টে যুবক যুবতীদের ভিড় মানেই তাদের আড্ডা জমেছে চপের দোকানে।বিশেষ করে শুঁটকির চপের কদর বেশি খেতে আসা মানুষগুলির মধ‍্যে। কুড়ি বছর ধরে চপের দোকান চালাচ্ছেন যতন মণ্ডল।প্রথমে আলু,মাংসের চপ দিয়ে যাত্রা শুরু হয়েছিল তার।
advertisement

কিন্তু এরপরেই নিত‍্যনতুন ভাবনা আসতে থাকে তার মাথায়।খাদ‍্যরসিক মানুষগুলির কথা চিন্তাভাবনা করেই এক্সপিরিমেন্ট শুরু করেন যতন মণ্ডল।দামও রাখেন হাতের নাগালে।বর্তমানে আলু,মাংসের চপের পাশাপাশি শুঁটকি মাছের চপের কদর বেড়েছে তার দোকানে।এছাড়াও ডিম,চিংড়ি,মাছের ডিম,মোচার কাটলেট তৈরি করেন যতন মণ্ডল।

আরও পড়ুন: 

দশ টাকা থেকে কুড়ি টাকা খরচ করলেই মিলবে হরেক রকমের চপ ও কাটলেট।কুড়ি টাকায় মিলছে শুঁটকির চপ। শুধু চপ নয় তার সঙ্গে চা,কফি,সফট ড্রিংকসের ব‍্যবস্থা রেখেছেন যতন মণ্ডল তার দোকানে।শুটকি মাছের চপে দুটি লটে শুঁটকির টুকরো মিলবেই বলে জানান যতন মণ্ডল। শুঁটকি মাছের চপে চিংড়ি শুঁটকি দিয়ে চপ তৈরি করেন তিনি।তিনি জানান, “মানুষের ভিড় দেখে নিত‍্যনতুন ভাবনা আসে।শুঁটকি মাছের চপ তার মধ‍্যে একটি। ভেবেছিলাম হয়ত সেভাবে কেউ গ্রহণ করবে না।কিন্তু এখন দেখছি এর কদর বেশি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Dry FIsh: শুঁটকির চপ খেয়েছেন! গন্ধ নেই! স্বাদে দারুণ! রইল ঠিকানা! ভিড় সামলানো মুশকিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল