TRENDING:

Alipurduar News: দারুণ খবর পর্যটকদের জন্য! এবার বক্সার জঙ্গলেও দেখা মিলবে রয়েল বেঙ্গলের!

Last Updated:

এবারে আর রয়েল বেঙ্গল দেখতে ছুটতে হবে না সুন্দরবনে।বাঘের দেখা মিলছে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলেই।আর এই খবর চাউর হতেই ভিড় উপচে পড়ল পর্যটন স্থলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: এবারে আর রয়েল বেঙ্গল দেখতে ছুটতে হবে না সুন্দরবনে। বাঘের দেখা মিলছে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলেই। আর এই খবর চাউর হতেই ভিড় উপচে পড়ল পর্যটন স্থলে।
advertisement

রীতিমতো পা ফেলার জায়গা নেই বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। রাজাভাতখাওয়া,জয়ন্তী,সান্তলাবাড়ি এলাকাগুলিতে গেলে শুধুই দেখা মিলছে পর্যটকদের।সকলের মনে একটাই আশা যদি বাঘের দেখা মেলে।এই মনের ইচ্ছে নিয়ে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘুরতে এসেছেন কলকাতার সুশান্ত দেব।তিনি জানান, “দুদিন আগে দেখেছি বক্সার জঙ্গলে রয়েল বেঙ্গল রয়েছে এই খবর।তারপর থেকে মনে ইচ্ছে জাগছে বাঘ দেখার। রাজাভাতখাওয়া জয়ন্তী ঘুরছি।বক্সা ফোর্টেও যাব।”

advertisement

বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রয়েছে রাজাভাতখাওয়া, ডিমা, জয়ন্তী, বক্সা দুর্গ, লেপচাখা,তাসিগাঁও এর মতো পর্যটন স্থলগুলি। এমনিতেই সারা বছরই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন হয় বক্সায়। সম্প্রতি বক্সার জঙ্গলে বনদফতরের ট্র‍্যাপ ক‍্যামেরায় রয়েল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে। আর এতেই উৎসুক পর্যটকরা ভিড় জমাচ্ছেন বক্সায়। পর্যটকরা জানান যদি বাঘের দেখা মেলে, এজন‍্য ছুটে এসেছি বক্সা জঙ্গলে। রাজাভাতখাওয়ার চেক পোস্ট থেকে জয়ন্তী,সান্তলাবাড়ি যেতে হলে এই চেকপোস্টে বনদফতরের কর্মীদের পারমিট দেখিয়ে প্রবেশ করতে হয়।তবে শুধু ছোট গাড়ি এই এলাকায় প্রবেশ করে। বাইক এই এলাকায় প্রবেশ করতে পারবে না।

advertisement

বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডাইরেক্টর প্রবীণ কাসওয়ান জানান, “পর্যটকরা আসছে আর বাঘ নিয়ে সবাই জিজ্ঞাসাবাদ করছে। আমরা খুব আনন্দিত। বাঘের ছবি রাস্তার ধারে, প্রকৃতিবীক্ষণ কেন্দ্রের বাইরে রাখা হবে।”

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: দারুণ খবর পর্যটকদের জন্য! এবার বক্সার জঙ্গলেও দেখা মিলবে রয়েল বেঙ্গলের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল