আরও পড়়ুন: সেতুর দাবিতে পায়ে হেঁটে উত্তরকন্যা অভিযান
আলিপুরদুয়ার কোর্টের পক্ষ থেকে এই সচেতনতা অভিযানকে কেন্দ্র করে লিগাল লিটারেসি ক্যাম্পের আয়োজন করা হয়। কালচিনি ধর্মশালায় সোমবার আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা সেশন জজ অনিমেষ সরকার। এছাড়া জেলা লিগল সার্ভিস অথরিটির ইনচার্জ বিঞ্জান বোস উপস্থিত ছিলেন। ছিলেন সমাজের অন্যান্য বিশিষ্টরা।
advertisement
কালচিনি ও গাড়োপাড়া এলাকার যুবতীদের এই শিবির থেকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। শিশু পাচার, বাল্য বিবাহ রুখতে কীভাবে সতর্ক থাকতে হবে তা জানানো হয়। আগামীতে যাতে এলাকায় শিশু পাচার, বাল্য বিবাহ আর না হয় বা আটকানো যায় সেই বিষয়ে এদিনের শিবিরে আগতদের জানানো হয়। কালচিনি চা বলয় এলাকায় প্রচুর চা বাগান শ্রমিক বসবাস করেন। তাঁদের মধ্যে বেশিরভাগ আদিবাসী ও নেপালি সম্প্রদায়ের মানুষ। অনেক সময় দেখা যায় প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এই শ্রমিক পরিবারের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। এই অল্প বয়সে বিয়েকে কেন্দ্র করে ঘটে নারী পাচারের ঘটনাও। বাল্যবিবাহ,পাচার রুখতে বিশেষ নজর দেন প্রশাসনিক কর্তারা। এলাকার যুব সম্প্রদায়কে এই বিষয়গুলি সম্পর্কে বোঝান হয়। যাতে পরবর্তীতে তারা এলাকার বাসিন্দাদের সচেতন করতে পারেন।এলাকায় কোনও আইন বিরোধী কাজ দেখলে প্রশাসনকে খবর দিতে পারে।
অনন্যা দে