তিনি জানান, “শশা খাওয়া শরীরের পক্ষে ভাল।খাবারের পর খেলে তাড়াতাড়ি খাওয়া হজম করে।এটি মুখের জন্য ভাল।চোখের তলায় কালো ছাপ দুর করে তা সকলেই জানেন। কিন্তু পোরস ঢাকতে এটি সহায়তা করে শশা তা অনেকেই জানেন না।”
মুখে ব্রণ হওয়ার পর পোরস দেখা যায়।যা মুখের চামড়ায় গর্তের সৃষ্টি করে।সৌন্দর্য কেড়ে নেয় এই ওপেন পোরস।শশার টোনার তৈরি করে তা সংরক্ষণ করলে চলে অনেক দিন।দু’ভাবে তৈরি করা যায় শশার টোনার।
advertisement
কীভাবে শশার টোনার তৈরি করবেন দেখে নেওয়া যাক।শশার টোনার তৈরি করতে একটি শশা নিতে হবে। আপনি চাইলে বেশি শশা নিতে পারেন।এর পর তার খোসা ছাড়িয়ে ফেলতে হবে। শশার খোসা ছাড়ার পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই শশা মিক্সার গ্রাইন্ডারে পিষে নিতে হবে। এরপর একটি ছাকনি দিয়ে ছেঁকে রস বের করে নিতে হবে।তার পর ওই রস দিনে টোনারের মত মুখে লাগাতে হবে প্রতিদিন।
আরও একটি উপায় রয়েছে শশার টোনার তৈরি করার। শশার খোসা ছাড়িয়ে একটি প্যানে কিছুটা জল ঢালতে হবে। যাতে শশার টুকরোগুলো জলে ডুবে যায়। এরপর অল্প আঁচে ৫ থেকে ৭ মিনিট রান্না করতে হবে। এরপর নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। তারপর সেটি আবারও ছাকনি দিয়ে ছেঁকে জলটা সংরক্ষণ করতে হবে। এটি ব্যবহারের ফলে আপনার ত্বক উজ্জ্বল হবে।পুজোর সময় দেখা মিলবে না পোরস-এর।