এলাকার বাসিন্দাদের প্রার্থী করা হয়েছে। অন্য এলাকার প্রার্থীকে পরিচিত পঞ্চায়েতের এলাকায় প্রার্থী হিসেবে নিয়ে যাওয়া হয়নি। মনোনয়ন পেশের বিষয়ে জানার পর আর দেরি করেনি বামেরা।
আরও পড়ুন: হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা
জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে বামেরা। কালচিনি ব্লক অফিসে শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন পেশ করে বামেরা। ইতিমধ্যে পঞ্চায়েতের চল্লিশটি আসনে প্রার্থী দিয়েছে তারা।
advertisement
আরও পড়ুন: ‘এতদিন আমি সামলেছি, এবার জয়পুর সামলাক’, সুজাতার মাস্টারস্ট্রোকে ফুঁসে উঠলেন সৌমিত্র! ব্যাপারটা কী?
কালচিনির বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি ও বামফ্রন্ট প্রার্থীরা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন জমা দিয়েছেন। কালচিনি ব্লকে এসইউসিআই দল থেকে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করা হয়।বামেদের শরিক দলগুলি এবারও পেশ করেছে মনোনয়নপত্র।
—-Annanya Dey