বুধবার সন্ধ্যে বেলায় আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করল পুরসভার বড়বাজার সংলগ্ন এলাকার এক পরিবার। জানা গিয়েছে অনলাইনে জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি দোকান থেকে বিরিয়ানি অর্ডার করে ওই পরিবার। সেই বিরিয়ানি খাওয়া মাত্রই অসুস্থ হয়ে পড়ে ওই পরিবারের এক শিশু।
এরপর তড়িঘড়ি জেলা হাসপাতালের এক চিকিৎসককে জিজ্ঞাসা বাদ করে ওই শিশুকে ওষুধ খাওয়ান হয়।পরবর্তীতে শিশুটির শারীরিক পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই শিশুর পরিবারের অভিযোগ অনলাইনে আনা খাবারের অযোগ্য বিরিয়ানি খেয়ে ওই শিশুর শারীরিক অবনতি ঘটে। সেই ঘটনায় বিকেল নাগাদ বিরিয়ানির দোকানের বিরুদ্ধে আলিপুরদুয়ারের জেলাশাসক মহকুমা শাসক এবং ফুড সেফটি অফিসারকে লিখিত অভিযোগ জানান ওই শিশুর পরিবার।
advertisement
আরও পড়ুন: দেরিতে আসার অভিযোগে অঙ্গনওয়াড়ি কর্মীকে তালাবন্ধ করে রাখল গ্রামবাসীরা
এদিকে অভিযোগ পাওয়া মাত্রই জংশন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার ওই বিরিয়ানির দোকানে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। এরপরে আলিপুরদুয়ার জেলা শহরের বিভিন্ন বিরিয়ানির দোকান গুলিতে অভিযান চালানো হয়। এদিন অভিযানে নেমে বিরিয়ানির দোকানগুলির পরিস্কার-পরিচ্ছন্নতা এবং খাবারের গুণগত মানের বিষয়ে যাচাই করেন মহকুমা শাসক। একাধিক বিরিয়ানির দোকান গুলিকে পরিস্কার পরিচ্ছন্ন খাবার তৈরীর বিষয়ে হুঁশিয়ার দেন আলিপুরদুয়ারের মহাকুমা শাসক বিপ্লব সরকার।
Annanya Dey