Alipurduar News: দেরিতে আসার অভিযোগে অঙ্গনওয়াড়ি কর্মীকে তালাবন্ধ করে রাখল গ্রামবাসীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কেন্দ্রের ভিতরে ঢুকলেই বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা। এর ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে আটকে পড়েন কর্মী ও সহায়িকা।
আলিপুরদুয়ার: অঙ্গনওয়াড়ি কর্মীরা সময়মত আসছেন না, এই অভিযোগে দরজায় তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা। মঙ্গলবার বঞ্চুকামাড়ি পঞ্চায়েতের ফোস্কাডাঙা গ্ৰামের দোলাপাড়ায় এই ঘটনা ঘটে।
আলিপুরদুয়ারের এই গ্রামের বাসিন্দারা মঙ্গলবার সকালে অভিযোগ করেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আইসিডিএস কেন্দ্রে সময়ে আসে না। প্রতিদিন এই ঘটনা ঘটে। এদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কেন্দ্রের ভিতরে ঢুকলেই বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা। এর ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে আটকে পড়েন কর্মী ও সহায়িকা।
advertisement
advertisement
খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তাঁদের হস্তক্ষেপে ওই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মুক্ত হন। পরে দেড়িতে আসার অভিযোগে অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী রত্না রায় বলেন, আমরা আমাদের কাজ ঠিকমত করছি। গতকাল সাড়ে বারোটা পর সেন্টারে ছুটি দেওয়া হয়। তারপর হঠাৎই গ্রামবাসীরা ফোন করে দাবি জানায় আবার আসতে হবে। এরপরই আজ আইসিডিএস সেন্টারে এলে তালা বন্ধ করে রেখে দেয়।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 7:03 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: দেরিতে আসার অভিযোগে অঙ্গনওয়াড়ি কর্মীকে তালাবন্ধ করে রাখল গ্রামবাসীরা