Alipurduar News: ঝোরার পাড় বাঁধানোর কাজ ঠিক করে হচ্ছে না, ক্ষোভ গোপালবাহাদুর বস্তিতে

Last Updated:

প্রায় দু'কিলোমিটার এলাকাজুড়ে ঝোরার ভাঙন সমস্যা আছে। কিন্তু মাত্র ১৭০ মিটার এলাকায় পাড় বাঁধানোর কাজ হচ্ছে।

+
title=

আলিপুরদুয়ার: কালচিনির গোপালবাহাদুর বস্তি এলাকায় বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে ঝোরার জল। সেইসঙ্গে তার ভাঙন সমস্যায় বহু ক্ষতি হয় গরিব মানুষের। এই পরিস্থিতির ঠেকাতেই পাথরের পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছে। যদিও সেই কাজ নিয়মমাফিক হচ্ছে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।
আলিপুরদুয়ারের গোপালবাহাদুর বস্তি এলাকার মানুষ বর্ষায় ঝোরার ভাঙনে এর আগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এলাকার মানুষের জমি, মুল্যবান গাছ, সুপারি বাগান ধ্বংস হয়ে গিয়েছে। এই এলাকার মানুষ সাধারণত দরিদ্র হওয়ায় এই ঘটনায় তাঁরা সর্বসান্ত হয়ে যায়।
advertisement
advertisement
.
সেই ঝোড়ার পাড় দিয়ে বাঁধানোর কাজ শুরু করে কালচিনি ব্লক কর্তৃপক্ষ। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার নিয়মমাফিক কাজ করছে না। যেখান থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল সেখান থেকে কাজ হচ্ছে না। এছাড়াও নিয়ম থাকলেও কাজের কোন‌ও বিস্তারিত বিবরণ লেখা থাকছে না বলে এলাকাবাসীর দাবি। গ্রামবাসীদের এই অভিযোগ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস‍্য জানান, প্রায় দু’কিলোমিটার এলাকাজুড়ে ঝোরার ভাঙন সমস্যা আছে। কিন্তু মাত্র ১৭০ মিটার এলাকায় পাড় বাঁধানোর কাজ হচ্ছে। গোটা বিষয়টি তিনি ব্লক প্রশাসনের নজরে আনবেন বলে জানান।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ঝোরার পাড় বাঁধানোর কাজ ঠিক করে হচ্ছে না, ক্ষোভ গোপালবাহাদুর বস্তিতে
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement