দু'টি গণ্ডার জঙ্গল থেকে মারপিট কর করতে আচমকাই চলে আসে গাড়িটির সামনে। তার পর পর্যটক বোঝাই গাড়িটির দিকে ছুটতে শুরু করে গণ্ডার দু'টি। যা দেখে গাড়ি পিছতো শুরু করেন চালক এবং গাইড। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গণ্ডারের ধাক্কায় সাত জন পর্যটক-সহ গাড়িটি উল্টে পড়ে জঙ্গলে।
আরও পড়ুন: স্ত্রীয়ের ছবি হাতে খুঁজেই চলেছেন স্বামী, ঘরে কেঁদে অসুস্থ ২ দুধের শিশু!
advertisement
আরও পড়ুন: নদীর তীরে ওটা কী? কাছ থেকে দেখে চরম আতঙ্ক হাড়োয়ায়!
এই দুর্ঘটনায় পর্যটক, গাইড,চালক সকলেই আহত হয়েছেন। তড়িঘড়ি তাঁদের মাদারিহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁরা বর্তমানে সুস্থ রয়েছেন। দেখে নিন সেই ভিডিও।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 5:33 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জঙ্গল সাফারিতে এ কী ভয়ঙ্কর কাণ্ড! দেখুন সেই ভিডিও, আতঙ্কে শিউরে উঠবেন