বুধবার আচমকা কালচিনির বিডিও বাসরা নদীতে অভিযান চালান। বিডিওর গাড়ি দেখেই পাচারকারীরা ট্রাক্টর নিয়ে বাসরা নদীর কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাকি সব ট্রাক্টর পালিয়ে গেলেও একটি বালি বোঝাই ট্রাক্টর পালাতে সক্ষম হয়নি। ওই ট্রাক্টরটিকে আটক করা হয়। উল্লেখ্য, কিছু দিন আগেও অভিযান চালিয়ে বিডিও প্রায় একই রকম ভাবে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করেছিলেন। তারও কিছু দিন আগে বাসরা নদীতে ফিল্মি কায়দায় ট্রাক্টরে পিছনে ধাওয়া করে বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়।
advertisement
আরও পড়ুন: মহারাষ্ট্রের সংস্থার কীটনাশক নকল করার অভিযোগে ধৃত এক, উদ্ধার ২৩০০ প্যাকেট
এই বিষয়ে কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান, "যদি কেউ সরকারি নিয়ম ভাঙার চেষ্টা করে আমরা তো আর দর্শক হয়ে বসে থাকব না। অবৈধ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।"
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 12:28 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অবৈধ বালি পাচার ঠেকাতে অভিযানে বেরিয়ে ট্রাক্টর ধরলেন বিডিও!