রণবাহাদুরবস্তির এই রাস্তা দিয়ে যাওয়া যায় তোর্সাচরের পিকনিক স্পট ও শশ্মানঘাট। বিকেল হয়ে গেলে এই রাস্তাটি দুর্ঘটনার পীঠস্থান হয়ে ওঠে। ছোটোখাটো দুর্ঘটনা লেগেই থাকে। সাইকেল,বাইক নিয়ে রাতের বেলা চলাচল করা যায়না বলে এলাকাবাসীদের অভিযোগ। যখন রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেসময় ভালোভাবে রাস্তাটি ঢালাই করা হয়নি বলে অভিযোগ।
আরও পড়ুনঃ এ কি অবস্থা! প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন নার্স ও কম্পাউন্ডার!
advertisement
এলাকাবাসীরা বারবার বাধা দিলেও ঠিকাদার কোনও কথা কানে তোলেননি বলে অভিযোগ। এদিকে এলাকাবাসীদের অভিযোগ পেয়ে কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ রাস্তাটি পরিদর্শনে আসেন। রাস্তার পাশে বাংলা গ্রাম সড়ক যোজনার বোর্ডটি তিনি পড়েন।কোন ঠিকাদারি সংস্থা এই রাস্তা নির্মাণের কাজ করেছে তাদের সঙ্গে কথা বলবেন বিডিও।
আরও পড়ুনঃ নিমতির পর মধু চা বাগান, প্রো রেটা বেসিসে বেতন চালুর প্রতিবাদ, আন্দোলন শ্রমিকদের
পাশাপাশি রাস্তার এই কঙ্কালসার পরিস্থিতির কথা রিপোর্ট আকারে জেলাশাসকের কাছে পাঠাবেন তিনি বলে জানিয়েছেন। এদিকে বিডিও-কে কাছে পেয়ে সমস্যার কথা জানিয়েছেন স্কুল পড়ুয়ারা। এই পথ দিয়ে স্কুলে যেতে সমস্যা হচ্ছে তাদের।
Annanya Dey





