গত শুক্রবার সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়া প্রসন্ন রায় নামে ওই ব্যক্তিও এসএসসি চাকরির বেনিয়ম চক্রের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন বলে দাবি সিবিআই-সূত্রে। রং মিস্ত্রির কাজ করে জীবন শুরু করে এখন চোখ কপালে তোলার মতো সম্পত্তির মালিক পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্ন রায়-এর। সিবিআইয়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি -জামাই হওয়ার সুবাদেই পাহাড় প্রমাণ এই সম্পত্তি গড়েছেন প্রসন্ন রায়।
advertisement
এ'রাজ্যের বাইরেও উত্তরাখণ্ড, পুরী, হিমাচল প্রদেশে প্রসন্ন কুমার রায়ের হোটেল, রিসর্ট রয়েছে বলে দাবি সিবিআই সূত্রের। রাজ্যের বেশ কয়েকটি টুরিস্ট স্পটে প্রসন্নকুমার রায়ের হোটেল, রিসর্ট, গেস্ট হাউস রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। চিলাপাতা ইকো টুরিজম সোসাইটির ওই রিসর্ট তিন বছর পূর্বে বিক্রি হয়েছে।পূর্বে অন্য মালিকানা ছিল। বর্তমান মালিককে তারা কোনও দিন দেখেনি। তারাও শুনেছেন রিসর্ট মালিক গ্ৰেফতার হয়েছে। এদিকে চিলাপাতা ইকো টুরিজম সোসাইটির আহ্বায়ক অভীক গুপ্ত জানান, প্রসন্ন কুমার রায় চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সদস্য। চিলাপাতাতে অনেক অনুষ্ঠান হয় । ওই রিসর্ট মালিক কোনওদিন আসেনা। তাদের রিসর্ট ম্যানেজার আসেন। তারা শুনেছেন রিসর্ট মালিকের গ্ৰেফতারির বিষয়ে।
অনন্যা দে