Sukanta Majumder: "সাদা খাতা জমা দিয়ে ১৫ লাখ টাকায় চাকরি...", 'গদ্দার' কারা? সোশ্যাল মিডিয়ায় সোচ্চার সুকান্ত

Last Updated:

Sukanta Majumder: ফেসবুক পোস্টে সুকান্ত মজুমদার লেখেন, "রোজ সকাল হলেই যাদের গদ্দারির খবর না পেলে রাজ্য ও দেশের মানুষ হতাশ হয়ে পড়েন তাদের মুখে এসব কথা শুনলে সত্যিই হাসি পায়।"

সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার
#কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে আজ দুর্নীতি ইস্যুতে বিরোধীদের চরম আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই এক দীর্ঘ পোস্ট এ সোশ্যাল মিডিয়ায় মমতাকে পাল্টা কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "সমালোচনায় সারা দেশ যাদের গদ্দার, দুর্নীতিগ্রস্থ, তোলাবাজ বলে গালি দিচ্ছে, তারাই আজ অন্যদের গায়ে কালি ছেটাচ্ছে ‘গদ্দার’শব্দটি ব্যবহার করে।"
ফেসবুক পোস্টে সুকান্ত মজুমদার লেখেন, "রোজ সকাল হলেই যাদের গদ্দারির খবর না পেলে রাজ্য ও দেশের মানুষ হতাশ হয়ে পড়েন তাদের মুখে এসব কথা শুনলে সত্যিই হাসি পায়। আমরা তো তাদের গদ্দারির কাহিনী রোজ প্রতিটি সভাতেই বলি। কিন্তু আজ আমার বিরুদ্ধে কেবলমাত্র ওই একটিমাত্র শব্দ বলেই চুপ থাকতে হয়েছে। গদ্দারির একটিও উদাহরণ তুলে ধরতে পারেননি। আপনারা জানেন, আমার পরিবারে মা ও বাবা দুজনেই শিক্ষা দফতরে চাকরি করতেন। আমি ও আমার স্ত্রীও শিক্ষকতায় যুক্ত। নিজের যোগ্যতায় শিক্ষিত যুবক যুবতীরা চাকরি করবে এটাই আমরা জানতাম। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টাকা দুর্নীতি, প্রলোভন ও ভয় দেখিয়ে আদায় করে বাড়িতে মজুত করে রাখার গদ্দারি শিখিনি।"
advertisement
advertisement
"বেকারদের যোগ্যতায় উত্তীর্ণ হবার পরেও মাসের পর মাস রাস্তায় নিজের চাকরির জন্য রাস্তায় বসে আন্দোলন ও অন্যদিকে সাদা খাতা জমা দিয়ে ১৫ লাখ টাকায় চাকরি দেবার এই গদ্দারি আপনাদের কাছেই দেশ শিখল। গদ্দারি করে অর্থ উপার্জন করে বিএমডব্লিউ বা মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ানো আপনারাই দেখালেন। দেশের সম্পদকে গদ্দারি করে পাচার করে নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করা আপনারাই দেখালেন। গোটা দেশ জানে কারা গদ্দারি করে থাইল্যান্ডের ব্যাংকক, দুবাই বা অন্যত্র টাকা মজুত করেছে।"
advertisement
আরও লেখেন,"আমাদের সভা করার জন্য ৭০০০ নিরাপত্তা কর্মী প্রয়োজন হয়না। প্রতিরাতে যাদের গদ্দারির জন্য রাজ্যের হাজার হাজার বাড়িতে কান্নার শব্দ শুনতে পাওয়া যায়, তারাই আজ অন্যদের গদ্দার বলে গালি দিচ্ছেন। লজ্জা লাগে গদ্দারি করে যারা হরিশ চ্যাটার্জী স্ট্রীট ও হরিশ মুখার্জী কয়েক বছরে প্লটের পর পর নামে বেনামে কিনল বা দখল করল, তারাই আজ সাধু সাজার চেষ্টা করছে। গত ৩ বছর আগে আমার সে সাধারণ দু কামরার বাড়ি ছিল, সেখানেই পরম আনন্দে ও নিশ্চিন্তে রাত কাটাই মা-বাবা সহ পরিবারের সবাইকে নিয়ে। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের একজন মানুষও আমার গদ্দারির কারণে চোখের জল ফেলে আমাকে অভিশাপ দেয় না।"
advertisement
সুকান্ত আরও লেখেন, "সারা দেশ যখন স্বাধীনতার অমৃত মহোৎসবে মাতোয়ারা, আমরা নিজেরা হাজার হাজার জাতীয় পতাকা প্রতিটি বাড়িতে তোলার জন্য উৎসাহিত করেছি, তখন বিদেশে বসে ফেসবুকে জ্ঞানবুলি ভাষণ দেওয়া কতিপয় নেতাকে দেশ দেখেছে। এসব যদি আমার গদ্দারি হয়, তাহলে সরাসরি চ্যালেঞ্জ করে বলছি , আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে তথ্যপ্রমাণ নিয়ে আসুন। তা প্রমাণ করে দেখান। আমার সবকিছু খোলা খাতার মতো দেখিয়ে দিতে পারবো। কিন্তু আমি নিশ্চিত আপনি তা পারবেন না। কাউকে গদ্দার বলার আগে ভেবেচিন্তে যে বলতে হয়, ক্ষমতার দম্ভে সেই বোধটাও আপনার হারিয়ে গেছে।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumder: "সাদা খাতা জমা দিয়ে ১৫ লাখ টাকায় চাকরি...", 'গদ্দার' কারা? সোশ্যাল মিডিয়ায় সোচ্চার সুকান্ত
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement