Mamata On CPIM: 'সিপিএম আমলের লিস্ট কোথায়, আলমারি কোথায়?' SSC 'অপপ্রচার' নিয়ে বামেদের নিশানা মমতার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mamata On CPIM: সভা উপস্থিত হয়েই মমতা প্রশ্ন করেন, কত চাকরি হয়েছে বাম আমলে এবং কত চাকরি তৃণমূলের সরকারের আমলে হয়েছে? বামেদের কাছে পরিসংখ্যান চান মমতা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: কলকাতার আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার মেয়ো রোডে বিরাট সমাবেশ করে তৃণমূল কংগ্রেস। সেই সভা থেকেই সিপিআইএমকে তীব্র আক্রমন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সভা উপস্থিত হয়েই মমতা প্রশ্ন করেন, কত চাকরি হয়েছে বাম আমলে এবং কত চাকরি তৃণমূলের সরকারের আমলে হয়েছে? বামেদের কাছে পরিসংখ্যান চান মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "শিক্ষা নিয়ে যারা এত অপপ্রচার করে বেড়াচ্ছেন, কোর্টে কেসটা বিচারাধীন রয়েছে৷ আমি সেটা নিয়ে কিছু বলব না৷ আমাদের আমলে কত ছেলে মেয়ে স্কুলে চাকরি পেয়েছে? আর সিপিএম তোমার আমলে লিস্ট কোথায়, আলমারি কোথায়?
আরও পড়ুন : 'শিক্ষক নিয়োগ নিয়ে উস্কানি দিচ্ছেন মমতা!' তৃণমূল সুপ্রিমোকে পাল্টা আক্রমণ সুজন চক্রবর্তীর
advertisement
advertisement
কী ভাবে চাকরি দিয়ে টাকা নিতে হয় সেটা সিপিআইএম শিখিয়েছে বলে অভিযোগ করেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন ‘সিস্টেমটা ওরাই ভাল জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে। সিপিএমের তোমার আমলে পয়সা নিয়েছ, আর চাকরি দিয়েছ।"
advertisement
একইসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, ‘মনে রাখবেন, আমাদের সময় উচ্চশিক্ষা, প্রাথমিক, মাদ্রাসা সবমিলিয়ে ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি নিয়োগ হয়েছে৷ তিনি আরও বলেন, ১৭৬টি পলিটেকনিক, ৭ হাজার নতুন স্কুল, স্কুলে যাওয়ার জন্য ব্যাগ, বই বিনে পয়সায় দেওয়া হচ্ছে। কন্যাশ্রী ৮০ লক্ষ স্কলারশিপ পায়। সবুজ সাথী সাইকেল ১ কোটি ৭ লক্ষ, শিক্ষাশ্রী ১ কোটি ৫ লক্ষ এবং এছাড়াও বারো ক্লাসে বিনাপয়সা ট্যাব দেওয়া হয়, এগুলি মনে রাখবেন।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 4:59 PM IST